অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে বিজেপি-বিরোধী 'ইন্ডিয়া' জোট প্রথম জনসভা করবে নতুন বছরে পাটনায়


দিল্লিতে হল 'ইন্ডিয়া' জোটের বৈঠক, নতুন বছরে প্রথম বৈঠক পাটনায়
দিল্লিতে হল 'ইন্ডিয়া' জোটের বৈঠক, নতুন বছরে প্রথম বৈঠক পাটনায়

মঙ্গলবার ১৯ ডিসেম্বর ভারতের রাজধানী দিল্লিতে বিজেপি বিরোধী দলগুলির জোট 'ইন্ডিয়া'-র বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে জোটের অন্যতম শরিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেন, "অনেক বৈঠক হল, আলোচনা অনেক হল। চলুন এবার আমরা পথে নামি।"

বৈঠকে এরপর ঠিক হয়, নতুন বছরে, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে প্রথমে বিহারের পাটনা, তারপর হায়দরাবাদে জনসভা করবে ইন্ডিয়া জোট।

জানুয়ারি মাসের ৩o তারিখ বিহারের রাজধানীর গান্ধী ময়দানে এই সভা হবে। চলতি বছরে ২৬ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের প্রথম বৈঠকও পাটনাতে হয়েছিল।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে তেলেঙ্গানায় জিতে সদ্য ক্ষমতায় এসেছে কংগ্রেস। সেখানে বৈঠকের পাশাপাশি তালিকায় আছে মুম্বই, গুয়াহাটি, লখনউ।

পাঁচ রাজ্যের ভোটের আগে ঠিক ছিল 'ইন্ডিয়া' জোটের প্রথম বৈঠক হবে ভোপালে। মধ্য প্রদেশের কংগ্রেস নেতা কমলনাথের আপত্তিতে তা সম্ভব হয়নি।

মঙ্গলবারের বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব, দুজনেই বলেন, "আমাদের একটাই লক্ষ্য, নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করা।"

'নরম হিন্দুত্বের পথ ভয়ংকর'

বৈঠকে অপর শরিক দল আরএসপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য বলেন, "হিন্দুত্বের মোকাবিলায় অনেকেই নরম হিন্দুত্বের পথ নিচ্ছেন। এই পথ ভয়ংকর। হিন্দুত্ববাদীদের মোকাবিলায় নরম হিন্দুত্ব পথ হতে পারে না। হিন্দি বলয়ের তিন রাজ্যের ফল থেকে শিক্ষা নেওয়া দরকার।"

বৈঠকে হিন্দি বলয়ের তিন রাজ্যে কংগ্রেসের পরাজয়ের প্রসঙ্গ ওঠে। আলোচনায় কংগ্রেসের তরফে বলা হয়, এই বিষয়ে দলের পর্যালোচনা এখনও শেষ হয়নি।

এই প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, "ভোটে হার-জিত আছে। তাতে কিছু যায় আসে না। আমরা নীতির লড়াই করছি। দেরি হয়ে গেছে। চলুন আমরা পথে নামি।" কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী বৈঠকে থাকলেও কোনও মন্তব্য করেননি।

বৈঠকে জোটের বিভিন্ন শরিক দলের কোনও কোনও নেতা আগামী লোকসভা নির্বাচনে ইভিএমের পরিবর্তে পেপার ব্যালটে ভোট নেওয়ার দাবি তোলার প্রস্তাব দেন।

সেই প্রস্তাব বৈঠকে খারিজ হয়ে যায়। বলা হয়, তাতে বিজেপির সুবিধা হবে। বিজেপি শিবির প্রচার করবে, হেরে যাওয়ার ভয়ে বিরোধীরা ইভিএম বাতিল করার কথা বলছে।

জোটের শরিক দল সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রস্তাব মেনে ঠিক হয়েছে, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সব ইভিএম-এ ভিভিপ্যাট মেশিনের দাবি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে।

XS
SM
MD
LG