আগামী বছর ২০২৪-এর ২২ জানুয়ারি ভারতের উত্তর প্রদেশে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। কিন্তু নির্দিষ্টভাবে সেই দিনটিতে রামমন্দিরে না যাওয়ার আবেদন করেছেন খোদ রামমন্দির ট্রাস্ট সেক্রেটারি চম্পত রাই।
মন্দির উদ্বোধনের আগে উত্তর প্রদেশের এই শহরে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। সাজানো হচ্ছে পুরো অযোধ্যাকে।
বিমানবন্দর থেকে রেল স্টেশন, রাস্তাঘাট, হোটেল —সব কিছুই নতুনের মতো হয়ে উঠেছে। ২২ জানুয়ারি উদ্বোধনের দিনই সেখানে লক্ষাধিক সাধারণ পুণ্যার্থীর জমায়েত হতে পারে বলে অনুমান।
চম্পত রাই, যিনি বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সহ-সভাপতিও, বলেছেন মন্দিরের গর্ভগৃহ প্রস্তুত। মূর্তিও বসে যাচ্ছে। তাই আগামী বছর জানুয়ারি মাসেই মন্দির উদ্বোধন হয়ে যাচ্ছে। কিন্তু গোটা মন্দিরটি শেষ করতে কমপক্ষে আরও ২ বছর সময় প্রয়োজন।
তিনি বলছেন, “এখনও মন্দিরের অনেক কাজ বাকি আছে। উদ্বোধনের আগে-পরে মিলিয়ে সেসব কাজ চলবে। আশা করছি, আগামী ২ বছরের মধ্যে গোটা মন্দির নির্মাণের কাজ শেষ করা যাবে। আপাতত গর্ভগৃহ পুরো তৈরি। তাই মূল মন্দিরের ভিতরে রামলালার মূর্তিটা স্থাপন করে দেওয়া হবে উদ্বোধনের আগে।”
চম্পত রাই জানিয়েছেন, এখনই ভক্তরা মন্দির দেখতে যাওয়ার জন্য অযোধ্যায় ভিড় করবেন না। যারা ইতিমধ্যেই অযোধ্যায় উপস্থিত থাকার প্রস্তুতি নিয়েছেন তাদের উদ্দেশে তিনি বলেছেন, “২২ জানুয়ারির আনন্দ মহোৎসব সবাই নিজের বাড়ির কাছে কোনও মন্দিরে পালন করুন। এখনই অযোধ্যার মন্দিরে ভিড় করবেন না আপনারা।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নব নির্মীয়মাণ মন্দিরটির উদ্বোধন করবেন আগামী ২২ জানুয়ারি ভারতীয় সময় দুপুর বারোটার সময়।
মন্দির উদ্বোধনে রাজনৈতিক জগতের অতিথিরা ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের নামী ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ গিয়েছে করসেবকদের পরিবারের কাছেও।