অ্যাকসেসিবিলিটি লিংক

রাহুল গান্ধী: অমিত শাহের মানহানির মামলায় আদালতে হাজিরার নির্দেশ


কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মানহানির অভিযোগে দায়ের হওয়া মামলায় উত্তর প্রদেশের সুলতানপুরের একটি আদালত শনিবার ১৬ ডিসেম্বর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রতি নির্দেশ জারি করেছে।

তাকে শনিবারই আদালতে হাজির হতে বলা হয়েছিল। রাহুল গান্ধী ১৬ ডিসেম্বর উপস্থিত হননি।

নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেট এরপরই জানিয়ে দেন, ৬ জানুয়ারি সশরীরের হাজির হতেই হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে।

অমিত শাহের মানহানির অভিযোগ নিয়ে মামলাটি করেছেন উত্তর প্রদেশের বিজেপি নেতা বিজয় মিশ্র। তার অভিযোগ, ২০১৮ সালের ৪ অগাস্ট একটি জনসভায় রাহুল গান্ধী স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করেছিলেন।

মোদী পদবীধারীদের মানহানির মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানহানির অভিযোগে গুজরাটের সুরাটের আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দু’ বছরের কারাবাসের সাজা দেয়।

সেই মামলায় কংগ্রেস নেতা বর্তমানে জামিনে মুক্ত। জামিন মেলায় লোকসভার সদস্যপদ চলে যাওয়ার পরও ফিরে পেয়েছেন।

সুলতানপুরের এমপি-এমএলএ আদালত এর আগে রাহুল গান্ধীকে সশরীরে হাজিরা থেকে ছাড় দিয়েছিল। ২৭ নভেম্বর মামলার শুনানি শেষ হয়।

শনিবার ১৬ ডিসেম্বর রাহুল গান্ধীর বক্তব্য নথিভুক্ত করতে তলব করেছিলেন বিচারক। কংগ্রেস নেতার পক্ষ থেকে হাজির থাকতে না পারার কথা আদালতকে জানানো হয়েছিল কি না, সে বিষয়ে জানা যায়নি।

XS
SM
MD
LG