ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। মদ কেলেঙ্কারির তদন্তে জেরার জন্যই এই তলব।
এর আগে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের মুখে একবার তাকে তলব করা হয়েছিল। সেই সময়ে কেজরিওয়াল যাননি।
এবার যখন নোটিস পাঠানো হয়েছে তখন রাজধানী দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়া-র বৈঠক নিয়ে প্রস্তুতি চলছে।
মঙ্গলবার ১৯ ডিসেম্বর দিল্লিতে বিজেপি বিরোধী দলগুলির ইন্ডিয়া জোটের বৈঠক হবে। সেই জোটে অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন, নীতীশ কুমার প্রমুখ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন।
আম আদমি পার্টির মুখপাত্র বলেছেন, মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে ইডি-র তলবে কোনও ছন্দপতন ঘটেনি। বরং ইন্ডিয়া জোটের বৈঠকের সময়ে ইডি-সিবিআই যে সক্রিয় থাকবে তা আগাম আন্দাজ করা যাচ্ছিল।
গত লোকসভা ভোটে দিল্লির ৭টি আসনের সব ক'টিতেই জিতেছিল বিজেপি। কিন্তু পরে দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজিত হয়। দিল্লি বিধানসভা নির্বাচনে জিতে যায় আম আদমি পার্টি।
দিল্লির পর পাঞ্জাবেও ক্ষমতাসীন হয় আপ। ২০২৪-এ আগামী লোকসভা নির্বাচনে আসন বাড়ানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা।
রাজ্য বিজেপি নেতা মনোজ তিওয়ারি সোমবার ১৮ ডিসেম্বর বলেন, "কেজরিওয়াল যদি ধোয়া তুলসীপাতা হন, তাহলে ইডিকে এড়িয়ে যাচ্ছেন কেন! ওনার তো ভয় পাওয়ার কারণ নেই। তাহলে কি মদ কেলেঙ্কারির উনিই মাথা! সেই জন্যই কি ভয় পাচ্ছেন?"