অ্যাকসেসিবিলিটি লিংক

কোভিডঃ ভারত সরকার করোনা নির্দেশিকা জারি করল সব রাজ্যের জন্য


ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রানালয় নতুন করে কোভিডের ক্ষেত্রে আট দফার নির্দেশিকা মেনে চলার কথা বলেছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রানালয় নতুন করে কোভিডের ক্ষেত্রে আট দফার নির্দেশিকা মেনে চলার কথা বলেছে।

করোনা মহামারী শুরুর ২ বছর পর ২০২৩-এর বছরের ৩১ মার্চ থেকে কোভিড প্রোটোকলের যাবতীয় বিধিনিষেধ সরকারিভাবে তুলে নিয়েছিল ভারতের কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রানালয়ের তরফে এ ব্যাপারে দেশের প্রতিটি রাজ্যকে নির্দেশও পাঠানো হয়েছিল।

এর ঠিক সাড়ে আট মাসের মাথায় সোমবার ১৮ ডিসেম্বর পুনরায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে চিঠি পাঠিয়ে রাজ্যগুলিকে জানানো হল, কোভিড নিয়ম মেনে চলতে হবে। আট দফা নির্দেশিকা মেনে চলার কথা বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রানালয়ের পাঠানো এই চিঠিতে।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সুধাংশ পন্থের সাক্ষর সম্বলিত নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড সতর্কতায় প্রতিটি রাজ্য ও জেলাগুলিকে নজরদারি আরও বাড়াতে হবে।

ইতিমধ্যে কেরল এবং উত্তর প্রদেশে কোভিডের নয়া সংক্রমণের হদিশ মিলেছে। কেরলে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চার জনের এবং উত্তর প্রদেশে এক জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রানালয় সূত্রের খবর, মৃতদের শরীরে কোভিডের সাব-ভেরিয়েন্ট জেএন.১ এর সংক্রমণ পাওয়া গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৩৫ জন রোগী কোভিডে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭০১।

ডিসেম্বর মাসের শেষেই রয়েছে উৎসবের মরশুম। বড়দিন, পুরনো বছর শেষে নতুন বছরের উদযাপন। এই বিষয়ে সতর্ক করে নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন উৎসবে ভিড়ের দিকে বাড়তি নজরদারি রাখতে হবে।

জনস্বাস্থ্যর দিকে বাড়তি নজর দিতে হবে যাতে নতুন করে সংক্রমণ না ছড়িয়ে পড়ে। সংক্রমিত এলাকায় কোভিড নিয়ম ফের নিশ্চিত করতে হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, নিয়মিত জেলাভিত্তিক আক্রান্তদের রিপোর্ট সংগ্রহ করতে হবে। কোভিড পরীক্ষার ক্ষেত্রে আরও বেশি যত্নশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নির্দেশিকায়।

বিশেষত, আক্রান্তের শরীরে কোভিডের নতুন কোনও সংক্রমণের নমুনা রয়েছে কিনা, এ ব্যাপারে বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু ভারত নয় বিশ্বের নানা প্রান্তেই নতুন করে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়ান্ট সংক্রমণ ছড়াচ্ছে। সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় সংক্রমণ ছড়িয়েছে।

তাই নজরদারির ওপর জোর দিতেই দেশের রাজ্যগুলিকে সতর্ক করতেই কেন্দ্র সরকার নির্দেশিকা জারি করেছে।

XS
SM
MD
LG