অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের সিকিমে প্রবল তুষারপাতে বিপর্যয়, উদ্ধার চালাচ্ছে সেনাবাহিনী


ভারতের সিকিমে প্রবল তুষারপাতের জেরে অবরুদ্ধ সিকিমের বিস্তৃর্ণ এলাকা।
ভারতের সিকিমে প্রবল তুষারপাতের জেরে অবরুদ্ধ সিকিমের বিস্তৃর্ণ এলাকা।

গত অক্টোবরের পর দু মাস দশ দিনের ব্যবধানে নতুন করে বিপর্যয় নেমে এল ভারতের উত্তর-পূর্বের রাজ্য সিকিমে।

প্রবল তুষারপাতের জেরে বুধবার ১৩ ডিসেম্বর ভারতীয় সময় দুপুর থেকে অবরুদ্ধ সিকিমের বিস্তৃর্ণ এলাকা। আটকে পড়েছেন হাজারের বেশি পর্যটক।

এই বিপর্যয়ের পরেই দ্রুত উদ্ধার কাজে নামে ভারতীয় সেনাবাহিনী। ইতিমধ্যে ৮০০ জন পর্যটককে উদ্ধার করলেও কিছু পর্যটক এখনও আটকে রয়েছেন।

তাদের উদ্ধারের কাজ চলছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর বাহিনীর তরফে পর্যটকদের উদ্ধারের পর সেনা ছাউনিতে নিয়ে গিয়ে গরম খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হয়।

বিপর্যয়ের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন বেশ কিছু পর্যটক। তাদের প্রাথমিক চিকিৎসাও করা হয় সেনা ছাউনিতে।

পরে ধাপে ধাপে তাদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া হয়। সেনা সূত্রের খবর, ভারী তুষারপাতের জেরে সমগো লেক এলাকায় প্রায় ৪০০ গাড়ি আটকে পড়েছিল। তাতে ছিলেন ৮০০-র বেশি পর্যটক।

সিকিমের অন্য অংশে এখনও বেশ কিছু পর্যটক আটকে রয়েছেন বলে সেনা সূত্রের খবর। তারা বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর জানিয়েছেন, ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। দ্রুতই আটকে থাকা বাকি পর্যটকদের উদ্ধার করা হবে।

গত ৪ অক্টোবর ভোরে মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যয় নেমে এসেছিল উত্তর সিকিমে। সেখানে জলের চাপে ফেটে গিয়েছিল লোনক হ্রদ। হুড়মুড়িয়ে নেমে আসা জলের তোড়ে ভেঙে যায় চুংথাম ড্যাম।

তিস্তা নদীতে দেখা গিয়েছিল হড়পা বান। সেই সময়ে ১৫ থেকে ২০ ফুট উঁচু জলের স্রোত ভাসিয়ে নিয়ে গিয়েছিল রাস্তাঘাট, ঘরবাড়ি, গাড়ি — সব কিছু।

এই ঘটনার আড়াই মাসের ব্যবধানে ফের বিপর্যয় নেমে এল সিকিমে।

XS
SM
MD
LG