অ্যাকসেসিবিলিটি লিংক

সংসদ ভবনে তাণ্ডব পরিকল্পনা মাফিক, দাবি দিল্লি পুলিশের


ভারতের লোকসভায় ২ জন জুতো থেকে রাসায়নিক স্প্রে করে চারদিক ধোঁয়ায় ভরিয়ে দেয়। ১৩ ডিসেম্বর, ২০২৩।
ভারতের লোকসভায় ২ জন জুতো থেকে রাসায়নিক স্প্রে করে চারদিক ধোঁয়ায় ভরিয়ে দেয়। ১৩ ডিসেম্বর, ২০২৩।

বুধবার ১৩ ডিসেম্বর ভারতের সংসদ ভবনের ভেতরে ভিজিটরস গ্যালারি বা দর্শকাসন থেকে সংসদ সদস্য থেকে ঝাঁপ দিয়ে ক্যানিস্টার নিয়ে তাণ্ডব চালায় দুই যুবক। একই সময়ে ক্যানিস্টার হাতে বাইরে ছিলেন এক তরুণী-সহ আরও দু’জন।

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে দিল্লি পুলিশ জানিয়েছে, তাণ্ডবকারীরা সংখ্যায় মোট ৬ জন ছিলেন। তাদের সকলকেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম- সাগর শর্মা, ডি মনোরঞ্জন, নীলম দেবী, অমল শিন্ডে, ললিত ঝাঁ এবং ভিকি শর্মা।

দিল্লি পুলিশের দাবি, নিখুঁত পরিকল্পনা করেই এই তাণ্ডব চালানো হয়েছে। অভিযুক্তরা সকলেই সংসদের ভেতরে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু মাত্র ২টি ভিজিটর পাস পাওয়ায় বাকি চার জন আরও দুই ভাগে ভাগ হয়ে সংসদের বাইরে ছিল।

সংবাদ সংস্থা্কে দিল্লি পুলিশ আরও জানিয়েছে, ধৃত ললিতের বাড়ি গুরগাঁওয়ে। বুধবারের আগে গত ২ দিন ধরে বাকি পাঁচ জন ললিতের বাড়িতেই ছিলেন। তারা পরস্পরকে গত চার বছর ধরে চিনতেন। ধৃতদের এক জনের ব্যাগ থেকে সংসদ ভবনের নক্সা বাজেয়াপ্ত করার পর পুলিশের অনুমান, পরিকল্পনা করেই সংসদে তাণ্ডব চালাতে এসেছিল এই ৬ জন।

পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে এমন কোনও তথ্য বা প্রমাণ মেলেনি যা দিয়ে বলা যাবে যে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত।

স্থানীয় বিজেপি সংসদ সদস্যের অফিস থেকে ভিজিটরস পাস, স্পিকারের সামনে জবাবদিহি

সংসদে লোকসভার ভিজিটরস গ্যালারিতে যে কেউ ঢুকতে পারেন না। সংসদ সদস্যদের মধ্যে অধিবেশন কীভাবে চলে তা দেখার জন্য দর্শকদের আগ্রহ থাকে। কেউ লোকসভা বা রাজ্যসভার অধিবেশন দেখতে চাইলে তাকে সেই সভার কোনও সদস্য তথা সংসদ সদস্যর থেকে সুপারিশ পত্র সংগ্রহ করতে হয়। সেই সুপারিশের চিঠি সংসদ ভবনের গেটে দেখালে তাকে সিকিউরিটি চেক করে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়।

এ ছাড়া লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যানের সুপারিশের ভিত্তিতেও দুই সভার ভিজিটরস গ্যালারিতে দর্শনার্থীদের বসতে দেওয়া হয়।

স্থানীয় সাংসদ প্রতাপ সিনহার অফিস থেকে ভিজিটর পাস নিয়ে সাগর ও মনোরঞ্জন বুধবার সংসদ ভবনে ঢুকেছিলেন।

বিজেপি সাংসদ প্রতাপ সিনহা।
বিজেপি সাংসদ প্রতাপ সিনহা।

বুধবার লোকসভার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছেন মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহা। জাতীয় সুরক্ষার প্রশ্নে মহুয়া মৈত্রকে যদি লোকসভা থেকে বহিষ্কার করা হয়, তাহলে প্রতাপ সিনহাকে কেন বহিষ্কার করা হবে না, এই প্রশ্নে সরব হয়েছে ইন্ডিয়া জোটের অন্যতম শরীক তৃণমূল কংগ্রেস।

এই ব্যাপারে বিজেপির মহীশূরের সাংসদ প্রতাপ সিনহা এখনও সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি। সংসদের ঘটনার পর বুধবার ভারতীয় সময় সন্ধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লার মুখোমুখি হন প্রতাপ। স্পিকার তার কাছে জানতে চান, কেন ওই দুই যুবককে ভিজিটর পাস দেওয়া হয়েছিল।

জবাবে বিজেপি সাংসদ প্রতাপ সিনহা স্পিকারকে জানান, সাগরের বাবা তার পূর্ব পরিচিত। দীর্ঘদিন ধরেই তিনি অনুরোধ করেছিলেন, তার ছেলেকে একবার সংসদেব ঢোকার সুযোগ দেওয়া হোক। তারই ভিত্তিতে সাগর এবং তার বন্ধু ডি রাজাকে তিনি লোকসভায় প্রবেশের ভিজিটর পাস দিয়েছিলেন। এই দুই যুবকের বিষয়ে তিনি তেমন কিছু জানেন না বলেও স্পিকারকে জানিয়েছেন।

XS
SM
MD
LG