অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত: 'অত্যাচারের প্রতিবাদে' লোকসভায় গ্যাস ক্যানিস্টার হাতে লাফিয়ে পড়লেন দুই তরুণ


গ্রেফতারের পর নিজেকে ‘দেশের সাধারণ নাগরিক’ হিসেবে দাবি করেন নীলম। ১৩ ডিসেম্বর, ২০২৩।
গ্রেফতারের পর নিজেকে ‘দেশের সাধারণ নাগরিক’ হিসেবে দাবি করেন নীলম। ১৩ ডিসেম্বর, ২০২৩।

২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদে হামলা চালিয়েছিল সশস্ত্র জঙ্গিরা। বুধবার ১৩ ডিসেম্বর সেই ঘটনার ২২ বছর পূর্তির দিন লোকসভার ভিজিটরস গ্যালারি বা দর্শকাসন থেকে দুটি ক্যানিস্টার নিয়ে সংসদ সদস্যদের বেঞ্চের দিকে ঝাঁপ দিলেন দুই যুবক।

তারপর তারা ক্যানিস্টার খুলে দেন লোকসভার মধ্যেই, যা থেকে ধোঁয়া বা গ্যাস বেরোতে থাকে। একই সময় সংসদ ভবনের বাইরে এক তরুণ ও তরুণীর হাতে দেখা যায় ক্যানিস্টার। ইতস্ততভাবে ঘুরতে দেখে তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ।

ভারতের লোকসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন সম্পূর্ণ ভর্তি সংসদ ভবনে বুধবার ১৩ ডিসেম্বর দর্শকাসন থেকে ঝাঁপ দিলেন ২ জন ব্যক্তি।

নিজেদের জুতো থেকে কোনও এক বিশেষ ধরনের রাসায়নিক স্প্রে করে চারদিক ধোঁয়ায় ভরিয়ে দিয়ে তারা ঝাঁপ দেন। এই ঘটনায় ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার জেরে এদিন দুপুর ২টো পর্যন্ত স্থগিত করে দেওয়া হয় সংসদের অধিবেশন।

বুধবার ভারতীয় সময় দুপুর দেড়টা নাগাদ এই ঘটনা ঘটে। সংসদ ভবনের বাইরেও এদিন একই রকমের ঘটনা ঘটিয়েছেন কয়েক জন। এদের কারওর উদ্দেশ্যই এখনও পর্যন্ত স্পষ্ট নয়। '"তানাশাহি নেহি চলেগা" স্লোগান দিতে দিতে ঝাঁপ দেন লোকসভার দর্শকাসন থেকে ওই ২ জন। এই স্লোগানের অর্থ, "স্বৈরতন্ত্র চলবে না"।

এদিন পুলিশ যে ৬ জনকে হেফাজতে নিয়েছে তাদের মধ্যে একজনের নাম সাগর শর্মা। আর একজন মনোরঞ্জন। বাকিদের মধ্যে দুজন এমন এবং নীলম যথাক্রমে মহারাষ্ট্র ও হরিয়ানার বাসিন্দা বলে জানা গেছে।

এই ঘটনার নেপথ্যে কোনও জঙ্গি সংগঠন রয়েছে কিনা, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। গ্রেফতারের পর নিজেকে ‘দেশের সাধারণ নাগরিক’ হিসেবে দাবি করে গ্রেফতার হওয়া তরুণী জানিয়েছেন, তারা কোনও সংগঠনের সঙ্গে যুক্ত নন।

তরুণী বলেন, "আমার নাম নীলম। আমি ভারতের সাধারণ নাগরিক। নিজেদের অধিকারের কথা বলতে গেলে লাঠিচার্জ করা হয়, জেলে ঢুকিয়ে অত্যাচার চালানো হয়। এরই প্রতিবাদ জানাতে আমরা এসেছিলা্ম।"

সংসদে ভবনে হামলার জবাবে নীলম জানান, “আমরা শিক্ষিত বেকার। আমাদের চাকরির কথা বলতে গেলে পুলিশ দিয়ে কণ্ঠরোধ করা হয়। এই অপশাসন বন্ধ হোক। এটা জানাতেই এভাবে এসেছি।”

নয়া দিল্লিতে ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধনের আগে পুলিশ অফিসাররা। ১৮ সেপ্টেম্বর, ২০২৩।
নয়া দিল্লিতে ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধনের আগে পুলিশ অফিসাররা। ১৮ সেপ্টেম্বর, ২০২৩।

নীলম কোন রাজ্যের বাসিন্দা তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নীলম মহীশূরের বাসিন্দা হতে পারেন। কারণ, লোকসভার ভেতরে দর্শকাসন থেকে ঝাঁপ দেওয়া দুই যুবকের বাড়ি মহীশূরে। বিজেপির মহীশূরের সাংসদ প্রতাপ সিনহার অফিস থেকে ইস্যু করা হয়েছিল তাদের ভিজিটরস পাস।

পুরনো সংসদ ভবনের পরিবর্তে ভারতের নতুন সংসদ ভবনে অধিবেশন শুরু হয়ে গিয়েছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। তা ভেদ করে, সেখানে দু’জন যুবক ক্যানিস্টার নিয়ে কীভাবে ঢুকে পড়লেন তা নিয়ে তদন্ত হচ্ছে।

XS
SM
MD
LG