অ্যাকসেসিবিলিটি লিংক

বিরোধী রাজনৈতিক দলের 'কাস্ট পলিটিক্স'-র মোকাবিলায় মোদীর হাতিয়ার 'গরীব কল্যাণ'


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

১৫ নভেম্বর থেকে সারা ভারত জুড়ে শুরু হয়েছে কেন্দ্রের মোদী সরকারের ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা'। নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে কেন্দ্রের বিজেপি সরকারের সাড়ে নয় বছরের সাফল্যের খতিয়ান নিয়ে রথ অর্থাৎ বিশেষ ধরনের বাস সফর করছে দেশের বিভিন্ন প্রান্তে। এই প্রতিটি বাসের গায়ে লাগানো আছে বড় স্ক্রিনের টিভি সেট। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ৩০ নভেম্বর ভারতীয় সময় বিকেলে ভার্চুয়াল মাধ্যমে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়েছেন যা বিকশিত ভারত সংকল্প যাত্রা-র টিভি সেটের মাধ্যমে দেশের সর্বত্র পৌঁছে গেছে।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার তার ভাষণে বলেন, "আমার কাছে ভারতের সবচেয়ে বড় জাতি হল, গরিব মানুষ, যুব সমাজ, মহিলা ও কৃষকেরা। এই চার সম্প্রদায়ের উন্নতি, তাদের জন্য ভাল কিছু করতে পারলেই দেশ আমূল বদলে যাবে। মোদী বলেন, এটাই আমার সংকল্প। এই চার জাতের জন্য আমার সরকার কাজ করেছে। আগামী দিনেও করবে।"

প্রধানমন্ত্রী সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারেও বারবারই বলেছেন, সবচেয়ে বড় জাতিগোষ্ঠী হল দরিদ্র মানুষ।

সমতলের চার রাজ্য ছত্তীসাগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তেলেঙ্গানায় কংগ্রেস জাতি সমীক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। তেলেঙ্গানায় শাসক দল ভারত রাষ্ট্রসমিতিও একই প্রতিশ্রুতি দিয়েছে। কংগ্রেস-সহ বেশিরভাগ বিরোধী দলের তরফে জাত সমীক্ষা এবং পশ্চাৎপদ অংশের জন্য সরকারি চাকরি ও শিক্ষায় সংরক্ষণের কোটা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে।

তারই বিপরীতে প্রধানমন্ত্রী মোদী ভারতের প্রচলিত জাত ব্যবস্থা থেকে রাজনীতিকে বের করে আনার পাল্টা রাস্তা নিলেন।

অন্যদিকে, বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার তার রাজ্যে জাতি সমীক্ষা করিয়ে পশ্চাৎপদ অংশের জন্য সংরক্ষণের মাত্রা ৫০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৬৪ শতাংশ করে দিয়েচেন। নীতীশকে অনুসরণ করা শুরু করেছেন একাধিক অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। বিজেপি বা কংগ্রেস, কোনও জোটেই না থাকা বিজু জনতা দল এবং ওয়াইএসআর কংগ্রেসও জাতি সমীক্ষার প্রতিশ্রুতি দিয়েছে।

এই পরিস্থিতিতে বিরোধীদের কাস্ট পলিটিক্সের পাল্টা অস্ত্র দরকার ছিল বিজেপির। প্রধানমন্ত্রী মোদী জাতপাতের চেনা অঙ্ককে ভাঙতে একই সঙ্গে যুব সমাজ, মহিলা ও কৃষকদের উন্নতির পক্ষে কথা বললেন।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ভাষণে তার সরকারের সময় গরিব কল্যাণের কর্মসূচিগুলি তুলে ধরেন। বিধানসভার প্রচারের অভিজ্ঞতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "গরিব কল্যাণে আরও কাজ করতে হবে।"

XS
SM
MD
LG