বিশ্বের দীর্ঘতম চুলের জন্য গিনেস বুকে নাম তুললেন ভারতের স্মিতা শ্রীবাস্তব। শুধু দীর্ঘতমই নয়, তার মতো ঘন, কালো চুলও বিরল। পা ছাড়িয়ে মাটি ছুঁয়েছে তার চুল। স্মিতার চুলের দৈর্ঘ্য ৭.৯ ফুট। দিন দিন তা আরও বাড়ছে।
স্মিতার বয়স ৪৫ পেরিয়েছে। ছোট থেকেই লম্বা চুল পছন্দ করতেন। চুলের যত্নও নিতেন। স্মিতা বলেছেন, দীর্ঘ ১৪ বছর তিনি চুল কাটেননি। তাই চুলও ক্রমশ বেড়েছে। প্রথমে কোমর, তারপর পা ছাড়িয়ে এখন তা মাটি স্পর্শ করেছে। তার চুলের দৈর্ঘ্য এখন ৭ ফুট ৯ ইঞ্চি।
আশির দশকে হিন্দি সিনেমার অভিনেত্রীদের চুল দেখে এমনই লম্বা চুল রাখার কথা ভেবেছিলেন স্মিতা। সে চুলই দীর্ঘ হয়ে বিশ্বরেকর্ড করে ফেলল।
স্মিতা মনে করেন তার লম্বা চুলও 'লাকি' তার জন্য। সপ্তাহে দুদিন চুল ভাল করে ধোন। চুল মোছা, শুকোনো সব মিলিয়ে তিন ঘণ্টা সময় লাগে। চুল আঁচড়াতে হলে তা চাদরে বিছিয়ে নিতে হয়। না হলে সবটা দৈর্ঘ্যে চিরুনি চালানো মুশকিল হয়ে পড়ে। অত বড় চুল বাঁধতে বা বিনুনি করতেও সময় লাগে অনেক।
স্মিতা বলছেন, যদি কখনও চুল ছেড়ে বাইরে বেরোন, তাহলে পথচারীরা নাকি থমকে গিয়ে তাকে দেখতে থাকেন। এই দূষণ আর ব্যস্ততার যুগে এত বড় চুল কীভাবে হয় এবং কীভাবেই তা সেই চুলের যত্ন নিচ্ছেন - এমন প্রশ্নের উত্তর প্রায়শই দিতে হয় তাকে। স্মিতা জানিয়েছেন আর চুল কাটবেন না। নিজের ঘন কালো কেশরাশি নিয়ে তিনি খুব খুশি। এত দীর্ঘ চুলের জন্য কখনও কোনও সমস্যায় পড়তে হয়নি বলেও জানিয়েছেন তিনি।