দীর্ঘ ১৭ দিন সুড়ঙ্গে আটকে থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন ৪১ জন শ্রমিক। মঙ্গলবার ২৮ নভেম্বর রাতে একে একে সুড়ঙ্গ থেকে মুক্তি পেয়েছেন তারা। প্রথম দিন থেকেই উদ্ধারকাজের সময় একাধিকবার উপস্থিত থেকেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। নিজে দাঁড়িয়ে থেকে শ্রমিকদের সুড়ঙ্গ থেকে বের করে আনতে তদারকিও করেছেন। মঙ্গলবার সাফল্যের আগে উদ্ধারপর্বের শেষ পর্যায়েও সিল্কিয়ারা টানেলে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শ্রমিকেরা উদ্ধার হতেই আর্থিক সাহায্যের ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার।
প্রায় ৪০০ ঘণ্টার উৎকণ্ঠার পর সুস্থ স্বাভাবিকভাবে ৪১ জন শ্রমিককে বের করে আনা সম্ভব হয়েছে। মঙ্গলবার উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর শ্রমিকদের জন্য পুরস্কারের ঘোষণা করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। প্রত্যেক শ্রমিককে ১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন তিনি। একইসঙ্গে শ্রমিকদের চিকিৎসার যাবতীয় খরচও উত্তরাখণ্ড সরকারের তরফে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে।
টানেল থেকে শ্রমিকদের বাইরে আনার সময় কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিংয়ের সঙ্গে এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুষ্কর সিং ধামী। সুড়ঙ্গের বাইরে প্রত্যেক শ্রমিককে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান।
৪১ জন শ্রমিকের জন্য বাইরে অপেক্ষা করছিল অ্যাম্বুলেন্স। অপেক্ষা করছিলেন চিকিৎসক, নার্সেরা। বাইরে আসার পরেই সোজা তাদের নিয়ে চলে যাওয়া হয় হাসপাতালে। সফলভাবে গোটা অভিযান শেষ হওয়ায় গোটা উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রী সবসময়ে আমার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। সকলকে যাতে নিরাপদে উদ্ধার করা যায় আমার উপর সেই দায়িত্ব দিয়েছিলে।”