অ্যাকসেসিবিলিটি লিংক

রাহুল দ্রাবিড়কেই কোচ হিসাবে দায়িত্বে রাখল ভারতীয় ক্রিকেট বোর্ড


ভারতের পুরুষদের জাতীয় ক্রিকেট দলের কোচ থাকছেন রাহুল দ্রাবিড়-ই।
ভারতের পুরুষদের জাতীয় ক্রিকেট দলের কোচ থাকছেন রাহুল দ্রাবিড়-ই।

ভারতের পুরুষদের জাতীয় ক্রিকেট দলের কোচ থাকছেন রাহুল দ্রাবিড়-ই। তিনি নিজে যদিও বিশ্বকাপের পরেই পদ ছাড়তে চেয়েছিলেন। কিন্তু ভারতীয় বোর্ড কর্তারা ইচ্ছা প্রকাশ করেন যাতে আগামী টি-২০ বিশ্বকাপ পর্যন্ত রাহুল দ্রাবিড়ই জাতীয় কোচের দায়িত্ব সামলান ।

রাহুল দ্রাবিড়ের বিকল্প হিসাবে নাম উঠে এসেছিল ভিভিএস লক্ষ্মণের। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে কোচের দায়িত্বে রয়েছেন। তবে আপাতত কোচ রাহুল দ্রাবিড়সহ বাকি সাপোর্ট স্টাফও একই থেকে যাচ্ছেন। যে কারণে বিক্রম রাঠোর, পরস মামরেরাও থাকছেন সহকারী কোচের দায়িত্বে।

রাহুল দ্রাবিড়কে কোচ রাখার পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ দু’জনেই একযোগে বলেছেন যে, "রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হিসেবে সংকল্প ও পরিশ্রম করেছেন। শুধু তিনিই নন, পাশাপাশি দলের বাকি সাপোর্ট স্টাফরাও নিজেদের সেরাটা দিয়েছেন। তাই দ্রাবিড়ের ওপরই আমরা আস্থা রেখেছি। উনি দলের ক্রিকেটারদের কাছেও খুব প্রিয়। তার পরামর্শে ভারতীয় ক্রিকেট আরও উন্নতি করবে।"

জয় শাহ জানান, "বিশ্বকাপের ফাইনালে আমরা হারলেও টানা দশ ম্যাচ জিতে আমরা নজিরও গড়েছি। আর সেটি এসেছে দ্রাবিড়ের কোচিংয়ে ভর করেই। তাই দ্রাবিড় থাকলে দল আরও সাফল্য পাবে।"

বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় চেয়েছিলেন লখনউ দলের মেন্টর হিসেবে আইপিএল টুর্নামেন্ট-এ দায়িত্ব নিতে। জাতীয় দলের কোচ হিসাবে রয়ে যাওয়ার পর তিনি বলেছেন, "আমার পরিবারের আত্মত্যাগের কথাও বিশেষভাবে বলব। তবে আমি এমন একটা ড্রেসিংরুমের মধ্যে থাকি, যেখানে সব ক্রিকেটাররা নিজেদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অবহিত।"

XS
SM
MD
LG