অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে ছড়িয়ে পড়া নতুন নিউমোনিয়া ভাইরাসের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতেও


চীনের নতুন নিউমোনিয়া ভাইরাস নিয়ে ভারতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
চীনের নতুন নিউমোনিয়া ভাইরাস নিয়ে ভারতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চীনের স্বাস্থ্য দফতর উদ্বেগ প্রকাশ করেছে এক ধরনের নতুন নিউমোনিয়া ভাইরাস কেন্দ্র করে। এই ভাইরাসে মূলত আক্রান্ত হচ্ছে শিশুরা।

চীনের নতুন নিউমোনিয়া ভাইরাস নিয়ে ভারতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারতের কেন্দ্রের স্বাস্থ্য দফতর এবং চিকিৎসকরা জানিয়েছেন, এখনই আতঙ্কের কিছু নেই। তবে সতর্ক থাকা প্রয়োজন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলেছে, “এখনও পর্যন্ত যে তথ্য হাতে এসেছে, তার ভিত্তিতে আমরা জানতে পেরেছি, গত কয়েক সপ্তাহে চীনে শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শিশুদের মধ্যে শ্বাসকষ্টজনিত অসুস্থতা বেশি দেখা গিয়েছে। আমরা বিষয়টির ওপর নজর রেখে চলেছি। আতঙ্ক ছড়াবেন না। মাথায় রাখবেন, ভারত সরকার সবরকমের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এদেশে এখনও এরকম রোগের কোনও লক্ষণ দেখা যায়নি।”

রাজধানী দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের ডিরেক্টর ডাক্তার অজয় শুক্লা বলেছেন, “আমি শুধু সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেব। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন, রোজের খাওয়া-দাওয়া এবং জীবনযাত্রার দিকে নজর দিন। আর যদি কারও মনে হয় যে কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, শ্বাসকষ্টে ভুগছে বা রোগের অন্যান্য লক্ষণ দেখা যাচ্ছে, তাহলে আতঙ্ক না ছড়িয়ে শীঘ্রই চিকিৎসার ব্যবস্থা করুন। আতঙ্ক ছড়াবেন না।”

নিউমোনিয়ায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা চীনের বেজিং এবং লিয়াওনিং প্রদেশে। উত্তর চীনে স্কুল পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে পড়েছে এই রোগ। এতে মারাত্মক শ্বাসকষ্ট হচ্ছে। রোগের উপসর্গ কিছুটা ইনফ্লুয়েঞ্জার মতো। শিশুদের এই ‘অজানা নিউমোনিয়া’ নিয়ে চীনের কাছ থেকে রিপোর্ট চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’।

XS
SM
MD
LG