অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে চলমান সহিংসতার নিন্দা জানিয়ে টুইট করলেন তারেক রহমান


ফাইল ছবিতে বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান.
ফাইল ছবিতে বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান.

ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে চলমান সহিংসতার নিন্দা জানিয়ে টুইট করেছেন বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ অক্টোবর) এক টুইট বার্তায় তারেক রহমান বলেন, "ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে মধ্যকার দ্বন্দের নজিরবিহীন বিস্তারের প্রেক্ষিতে সব ধরনের সহিংসতার আমি নিন্দা জানাচ্ছি।" তিনি বলেন, "অবিলম্বে রক্তপাত বন্ধ ও বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসতে জাতিসংঘ, ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) এবং বিশ্ব নেতাদের প্রতি দ্রুত কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহবান জানাই।"

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত: যুদ্ধবিরতির আহবান জানিয়েছে বাংলাদেশ

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সশস্ত্র সংঘাত বন্ধে জরুরি যুদ্ধবিরতির আহবান জানিয়েছে বাংলাদেশ। রবিবার (৮ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিবৃতিতে এ আহবান জানিয়েছে। এ ছাড়া, বাংলাদেশ ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের নিন্দা জানিয়েছে এবং এর ফলে নিরপরাধ বেসামরিক মানুষের প্রাণহানি ও হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “শুধু সংলাপ ও কূটনীতিই ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধান আনতে পারে।” এ লক্ষ্যে কাজ করার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, “সংঘাত ও সহিংসতা বৃদ্ধির ফলে কোনো পক্ষই লাভবান হবে না।”

বিবৃতিতে বলা হয়েছে, “আমরা ইসরাইল ও ফিলিস্তিন, উভয়কেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি এবং উভয় পক্ষের নিরপরাধ প্রাণহানি এড়ানোর জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্ব ও জোরপূর্বক বসতি স্থাপন এ অঞ্চলে শান্তি বয়ে আনবে না বলেও উল্লেখ করেছে বাংলাদেশ। বলেছে, “জাতিসংঘের ২৪২ ও ৩৩৮ নম্বর প্রস্তাব সমর্থন করে বাংলাদেশ।”

সংঘাতে মাত্রাতিরিক্ত ও নির্বিচার বল প্রয়োগ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন গোলাম সামদানী। এই প্রতিবেদনের অংশবিশেষ ইউএনবি থেকে নেওয়া হয়েছে।)

XS
SM
MD
LG