ঢাকাতে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ এক মাসের জন্য স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত।
ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালকদের চলমান আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচির মাঝেই সোমবার (২৫ নভেম্বর) এক মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
এর আগে ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে হাইকোর্টের আদেশ দিয়েছিল।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
ফলে ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা আপাতত চলাচল করতে পারবে বলছেন সংশ্লিষ্ট আইনজীবী।
২০ নভেম্বর থেকেই ঢাকা শহরের বিভিন্ন এলাকায় রিকশা চালকরা বিচ্ছিন্নভাবে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে, সোমবারও ঢাকার আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা।
ব্যাটারিচালিত চালকদের বিচ্ছিন্ন এসব অবরোধের কারণে সড়কে যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।