বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা।
সোমবার (২৫ নভেম্বর) ঢাকা বিমানবন্দরের অভ্যন্তরীণ বিমান উড্ডয়নের টার্মিনাল থেকে তাকে আটক করা হয়েছে।
চিন্ময়কে হেফাজতে নেওয়ার ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে উদ্ধৃত করে ঢাকার সংবাদমাধ্যম বিডিনিউজ টুয়েন্টিফোর লিখেছে, “একটি অভিযোগের রিক্যুইজিশনের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। সে অনুযায়ী তাকে নির্ধারিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”
তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয় তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি এই গোয়েন্দা কর্মকর্তা।
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
সংখ্যালঘুদের আন্দোলন চলছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে আট দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশসহ নানান কর্মসূচি পালন করে আসছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। ওই জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস।
২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে জনসভার পর ৩০ অক্টোবর ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতয়ালী থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।
১ নভেম্বর মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে হামলা ও হয়রানি থেকে সুরক্ষা এবং হিন্দু সম্প্রদায়ের নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা প্রত্যাহার করার দাবিতে হাজার হাজার সংখ্যালঘু হিন্দু চট্টগ্রামে সমাবেশ করেছে। প্রায় ৩০,০০০ হিন্দু চট্টগ্রাম শহরের একটি প্রধান মোড়ে বিক্ষোভ করে তাদের অধিকারের দাবিতে স্লোগান দেয়। সেসময় সেখানে পুলিশ এবং সেনাবাহিনী নিয়োজিত ছিল। হিন্দু গোষ্ঠীগুলি বলছে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে হিন্দুদের বিরুদ্ধে হাজার হাজার হামলা হয়েছে। অন্তর্বর্তী সরকার বলছে, এই পরিসংখ্যান অতিরঞ্জিত।
এই সপ্তাহে সংখ্যালঘু নির্যাতন বন্ধসহ আট দফা দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।