অ্যাকসেসিবিলিটি লিংক

বিহারে জাতিগত গণনা: একটি জাতির জনসংখ্যা ৩৭, রাহুল গান্ধীর 'জিতনা আবাদি উতনা হক' ঘিরে বিতর্ক


প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সোমবার ২ অক্টোবর ভারতের বিহারে জাতি গণনার ফল প্রকাশিত হওয়ার পর তা নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে ভারতের রাজনৈতিক বিভিন্ন মহলে। সামাজিক মাধ্যমে আলোচনা অব্যাহত। বিভিন্ন সম্প্রদায় তাদের সংখ্যা, শতাংশের হার ইত্যাদি তুলে ধরছে। রাজনৈতিক দলের একাংশ সংখ্যা নিয়ে আপত্তি, সমীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন। এই তালিকায় বিজেপি ও তাদের সহযোগী রাজনৈতিক দলও আছে।

বিহারের জাতিগত গণনার রিপোর্ট অনুযায়ী ভারতের এই রাজ্যে ২১৮টি জাতি বা কাস্টের মধ্যে সংখ্যায় সবচেয়ে কম হল ভাস্কর সম্প্রদায়। এই জাতির লোকসংখ্যা বর্তমানে মাত্র ৩৭ জন। এছাড়া, আরও ২৭টি জাতি আছে যারা সংখ্যায় এক হাজারের কম।

বিহারের উদাহরণ মেনে গোটা দেশেই জাতি সমীক্ষার দাবি তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ‘জিতনা আবাদি উতনা হক’ বলে স্লোগানও তুলেছেন তিনি। যার অর্থ জনসংখ্যার ভিত্তিতে সুবিধা বণ্টন করতে হবে। প্রাক্তন কংগ্রেস সভাপতির এই দাবি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।

মঙ্গলবার ৩ অক্টোবর ছত্তীসগড়ের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাম না করে রাহুলের এই দাবির তীব্র বিরোধিতা করেন। মোদীর অভিযোগ কংগ্রেস জাতপাতের ভিত্তিতে নতুন করে হিন্দু সমাজকে ভাঙতে চাইছে। প্রধানমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের প্রসঙ্গ টেনে বলেন, "শুধু কি হিন্দুদের স্বার্থ দেখলে চলবে? কংগ্রেস কি মুসলিমদের অধিকার কেড়ে নিতে চাইছে?"

রাহুল গান্ধীর দাবি ঘিরে প্রশ্ন উঠেছে কংগ্রেসের অন্দরেও। দলের আইনজীবী সাংসদ অভিষেক মণু সিংভি প্রশ্ন তোলেন রাহুলের ‘জিতনা আবাদি উতনা হক’ স্লোগানের পরিণতি নিয়ে। সিংভির বক্তব্য, এই নীতি অনুসরণ করলে অনেক সম্প্রদায় বঞ্চিত হবে। এটা কোনও মানদণ্ড হতে পারে না।

সিংভির মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হতেই কংগ্রেসের মুখপাত্র তথা সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, রাহুল যা বলেছেন তা দলের উদয়পুর চিন্তন শিবির এবং গত মাসে হায়দরাবাদে ওয়ার্কিং কমিটির বৈঠকে গৃহীত প্রস্তাব। সিংভি না বুঝেই মন্তব্য করে বসেছেন।

বিহারের ক্ষুদ্রাতিক্ষুদ্র জনগোষ্ঠীগুলি অবশ্য রাহুল গান্ধীর কথা নিয়ে প্রশ্ন তুলে বলেছে, "জনসংখ্যার ভিত্তিতে ভাগ বাটোয়ারা হলে আমাদের ভাগে তো কিছু থাকবে না।" এমনই একটি জনগোষ্ঠী হল ভাস্কর, যারা সংখ্যায় এখন মাত্র ৩৭ জন বলে কাস্ট সেন্সাসে জানা গিয়েছে। বিহারে ব্রাহ্মণদের অংশ এই সম্প্রদায়। আবার মধ্য প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব এবং উত্তর প্রদেশে তারা তফসিলি জাতির অন্তর্গত। যদিও নৃতাত্ত্বিক ফারাক আছে বিভিন্ন রাজ্যে।
XS
SM
MD
LG