অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গভঙ্গের তারিখ নয়, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পয়লা বৈশাখ করার প্রস্তাব বিধানসভায় আনার সিদ্ধান্ত রাজ্য সরকারের


বঙ্গভঙ্গের তারিখ নয়, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পয়লা বৈশাখ করার প্রস্তাব বিধানসভায় আনার সিদ্ধান্ত রাজ্য সরকারের
বঙ্গভঙ্গের তারিখ নয়, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পয়লা বৈশাখ করার প্রস্তাব বিধানসভায় আনার সিদ্ধান্ত রাজ্য সরকারের

ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এক নতুন বিতর্ক। ২০ জুন নয়, বাংলা ক্যালেন্ডারের পয়লা বৈশাখ তারিখটিকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করার কথা জানাল রাজ্য সরকার। সংবাদ সূত্রে জানা গেছে, বিধানসভার এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই মর্মে প্রস্তাব আনা হতে পারে বিধানসভায়।

এমনিতে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয় ২০ জুন। এই বছরও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে রাজভবনে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।বিষয়টি নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে পৌঁছয়।

২০ জুন দিনটির সঙ্গেই জড়িয়ে রয়েছে বঙ্গভঙ্গের ইতিহাস। ওই দিনই দু'ভাগে বিভক্ত হয়ে যায় বাংলা। তৈরি হয় তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) এবং একটি অংশ ভারতে রয়ে যায় পশ্চিমবঙ্গ নামে। ফলে ওই দিন খাতায়-কলমে পশ্চিমবঙ্গের জন্ম হলেও, আনন্দ করে উদযাপন করার নয় দিনটি, এমনটা মত রাজনৈতিক মহলের একাংশের।

রাজ্যের অভিযোগ, সব রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালনের সিদ্ধান্তই নিজেদের মতো করে নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, সেই অনুযায়ী পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্তও হয়ে গেছে। এই উদ্যোগ নিয়েই ক্ষোভ প্রকাশ করে মমতা দাবি করেন, বিষয়টি ‘সংবিধান সম্মত’ নয়। এই নিয়ে রাজ্যপালকে ফোন করার পাশাপাশি চিঠিও দেন মমতা।

অন্যদিকে এ বছরে ওই তারিখেই রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে শুভেচ্ছাও জানিয়ে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু এই নিয়ে রাজ্য সরকার-সহ বিভিন্ন মহলেই প্রশ্ন উঠে যায় নানা রকম।

এর পরেই রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে হবে, তা ঠিক করার জন্য বিধানসভায় একটি কমিটি তৈরি হয়। সেই কমিটির উপদেষ্টা হয়েছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ সুগত বসু। কমিটির অন্য সদস্যরা ছিলেন ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায় প্রমুখ। সেই কমিটিই অধ্যক্ষের ঘরে বৈঠক করার পরে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এই নিয়ে এবার বিধানসভায় প্রস্তাবও আনা হতে পারে।
XS
SM
MD
LG