হঠাৎ বিকট একটা শব্দ। চারদিকে ধোঁয়া। মানুষের চিৎকার। কেউ ভেবেছেন ভূমিকম্প। কেউ ভেবেছেন গ্রেনেড হামলা। মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটায় বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তানে এমন পরিস্থিতি দেখেছেন সেখানকার সাধারণ মানুষ। ভয়েস অফ আমেরিকার অমৃত মলঙ্গীকে এক ব্যবসায়ী জানিয়েছেন, অমন শব্দ শোনার পর রাতে তিনি ঘুমাতে পারেননি।
এই ঘটনায় বুধবার (৮ মার্চ) সকাল পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ প্রশাসন।
ঘটনার পর প্রাথমিকভাবে এসি বিস্ফোরণের কথা বলা হলেও বুধবার দুপুর নাগাদ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল জানিয়েছে, বেজমেন্টে জমে থাকা গ্যাসের কারণ দুর্ঘটনাটি ঘটতে পারে।