ব্রিটেনের রাজা চার্লস এবং রাজ পরিবারের সদস্যরা ২৫ ডিসেম্বর, বুধবার স্যান্ড্রিংহামের একটি গির্জায় ক্রিসমাস ডে সার্ভিসে অংশ নেন।
রাজা চার্লস কুইন কনসোর্ট ক্যামিলা ও তার ছেলে প্রিন্স উইলিয়াম, ক্যাথরিন ও তাদের সন্তান, প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট, প্রিন্স লুই এবং রাজপরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে গির্জায় পৌঁছান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিন্সেস অ্যান, প্রিন্স এডওয়ার্ড, ডিউক অফ এডিনবরা এবং তার স্ত্রী সোফি, ডাচেস অফ এডিনবরা।
রাজার ছোট ভাই প্রিন্স এন্ড্রু এই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এর আগে হাইকোর্টের রায় এ তাকে অভিযুক্ত চীনা গুপ্তচরের সাথে সম্পর্কিত বলে অভিহিত করা হয়েছিল। (এপি)