সিরিয়ার হোমস শহরে গুলির আওয়াজের পর বিশাল জনতাকে প্রাণভয়ে ছত্রভঙ্গ হতে দেখা গেছে প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ফুটেজে; এই ফুটেজ অনলাইনে প্রকাশিত হয়েছে। বুধবার, ২৫ ডিসেম্বর।
সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারিখবিহীন একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয় যাতে দেখা গেছে আলেপ্পো শহরে আলাউই মাজারের ভেতরে আগুন জ্বলছে, সশস্ত্র লোকেরা এর মধ্যে হেঁটে বেড়াচ্ছে এবং মৃতদেহের পাশে দাঁড়িয়ে রয়েছে; এরপর ২৫ ডিসেম্বর হোমস ও সিরিয়ার অন্যান্য একাধিক শহরে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
সরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভ ও মিছিলের কারণে অশান্তির পর বুধবার, ২৫ ডিসেম্বর রাতে এই শহরে কার্ফ্যু জারি করা হয়। অভিযোগ উঠেছে, সংখ্যালঘু আলাউই ও শিয়া মুসলিমরা এই বিক্ষোভ-মিছিলে নেতৃত্ব দিয়েছে। (রয়টার্স)