অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে গণধর্ষণের দায়ে সাত বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড


 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে এক নারীকে ধর্ষণের দায়ে, একটি বিশেষ আদালত সাত বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ওই বাংলাদেশি নারীকে ধর্ষণের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর, শুক্রবার (২০ মে) বিশেষ আদালত আরও দুইজনকে যথাক্রমে পাঁচ বছর ও ২০ বছরের কারাদণ্ডের আদেশ দেন।

গত বছর এ ঘটনায় করা মামলায়, পুলিশের অভিযোগপত্র থেকে দু’জনকে অব্যাহতি দেয়া হয়েছে। মামলার অন্য দুই অভিযুক্ত ভারতের ফরেনার্স অ্যাক্টের অধীনে অপরাধের জন্য, ৯ মাসের সাধারণ কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। অন্য একজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে ।

এক আইনজীবী স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘মামলায় অভিযোগভুক্ত ১২ জনের মধ্যে ১১ জন এবং ধর্ষণের শিকার নারী অবৈধ বাংলাদেশি অভিবাসী।

গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর, ভারতীয় কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়। পরবর্তীতে, বেঙ্গলুরু পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে, তদন্তকারীদের শহরে একটি আন্তঃসীমান্ত মানব পাচারের র‌্যাকেট বের করতে সাহায্য করেছে।

XS
SM
MD
LG