ভারতে কোভিড সংক্রমণ বাড়ছে। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭১ হাজার মানুষ। মারা গেছেন ৩১৪ জন। বর্তমানে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭১ লক্ষ। তাদের মধ্যে ৭৭৪৩ জন ওমিক্রন ভ্যারিয়ান্টে আক্রান্ত। মোট ২৮ টি রাজ্যে ওই ভ্যারিয়ান্টের সন্ধান পাওয়া গিয়েছে। মোট যত জন কোভিডে সংক্রমিত হয়েছেন, তাদের ৪.১৮ শতাংশ অ্যাকটিভ রোগী। ৯৪.৫১ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৫৫৭ জন।
দৈনিক পজিটিভিটি রেট গত ২৪ ঘণ্টায় ১৬.৬৬ শতাংশ থেকে কমে হয়েছে ১৬.২৮ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট এখন ১৩.৬৯ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ী, দেশে কোভিড ভ্যাকসিনের মোট ১৫৬.৭৬ কোটি ডোজ দেওয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কেরলে মারা গেছেন ১০৬ জন, পশ্চিমবঙ্গে ৩৯ জন। অতিমহামারী শুরু হওয়ার পরে মহারাষ্ট্রে মারা গেছেন ১ লক্ষ ৪১ হাজার ৭৭৯ জন, কেরলে ৫০ হাজার ৬৭৪ জন, কর্নাটকে ৩৮ হাজার ৪১৮ জন, তামিলনাড়ুতে ৩৬ হাজার ৯৬৭ জন, দিল্লীতে ২৫ হাজার ৩৩৫ জন, উত্তরপ্রদেশে ২২ হাজার ৯৫৩ জন, পশ্চিমবঙ্গে ২০ হাজার ৫২ জন।
গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৪৬২ জন। তার আগের দিনের তুলনায় সংক্রমণের সংখ্যা ৭৪৯ জন কম। মারা গিয়েছেন ২৩ জন। গত ২৪ ঘণ্টায় ১২৫ জন ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে। রাজ্যে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা এখন ১৭৩০।
দিল্লীতে শনিবার কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭১৮ জন। আগের দিনের তুলনায় সংক্রমণের ওই হার ১৫.৫ শতাংশ কম। শহরে পরপর দু'দিন ধরে পজিটিভিটি রেট রয়েছে ৩০.৬৪ শতাংশ। রাজধানীতে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৯৩ হাজার ৪০৭।