ইউনিসেফ সোমবার জানিয়েছে, উত্তর দিকে যুক্তরাষ্ট্রের পথে আসার সময় প্রায় ১৯ হাজার অভিবাসী শিশু পানামা এবং কলম্বিয়ার সীমানায় বিস্তৃত বিপজ্জনক জঙ্গল অতিক্রম করেছে।
গত মাসের প্রথমদিকে শুরু হওয়া প্রাথমিক নির্বাচনে লি ৫৫% বেশি ভোট পেয়ে এগিয়ে রয়েছেনI তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩৪% ভোটI সন্ধ্যা ৬টা নাগাদ ভোটার ফলাফল জানা যাবেI
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ পুনঃএকত্রীকরণ বাস্তবায়িত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন, তবে সরাসরি শক্তি প্রয়োগের কোনো উল্লেখ করেন নিI
রবিবার ইরাকে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের অভিযানের মধ্যে দিয়ে ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়াস নেয়া হলেও ইরাকীরা গণতন্ত্রের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছে এমন মন্তব্য করে অনেকে বলেছেন নির্বাচন বয়কট করা হতে পারে।
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন রবিবার ধার্য করা এক গুরুত্বপূর্ণ ভাষণে ঐ দ্বীপটির সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার ব্যক্ত করবেন। তিনি আরও বলবেন যে, চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাবার কারণে আগের চাইতে এখন অনেক জটিল ও গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি তাইওয়ান।
কর্মকর্তাটি জানান, রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা সাময়িকভাবে পাওয়ার প্লান্টগুলি চালাতে সেনাবাহিনীর উদ্বৃত্ত তেল ব্যবহার করবে তবে, তাও খুব শিগগির হবে বলে মনে হয় না।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ ভাবে "পুণ:একত্রিকরণ" বাস্তবায়নের প্রত্যয় প্রকাশ করেন। যদিও শি তার বক্তব্যে চীনের দাবি করা দ্বীপের সঙ্গে এক সপ্তাহ ধরে চলে আসা উত্তেজনা-যা আন্তর্জাতিক উদ্বেগের জন্ম দিয়েছে সে ঘটনায় বল প্রয়োগের কথা সরাসরি উল্লেখ করেননি।
তালিবানের একজন মুখপাত্র যিনি পাসপোর্ট অফিসের দায়িত্বে রয়েছেন তিনি তাৎক্ষণিকভাবে মন্তব্য দেবার অনুরোধে সাড়া দেন নিI
তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, তালিবানের বিশেষ একটি বাহিনী রবিবার রাজধানীর উত্তরাঞ্চলে কাবুলের ১৭তম ডিস্ট্রিক্টে আইসিস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায়I
রদ্রিগো দুতার্তের রাজনৈতিক দল সরকারিভাবে এখনো কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থীর কথা ঘোষণা করেনিI কার্পিও'র দলটিও ভিন্নI
ইতালিতে COP-26 সম্মেলনের আগে একটি অনুষ্ঠানে মি.শর্মা বলেন, ১.৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যমাত্রাধরে রাখতে আরো কিছু করার জন্য মতৈক্যে পৌঁছানো গেছে,
৫ই অক্টোবর ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ঝাঁ-ইভ লে ড্রিয়োঁ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। লে ড্রিয়োঁর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয় দুই দেশের মধ্যে আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে এই দুই নেতা কাজ করবেন।
আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য তাইওয়ানকে জায়গা করে দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কূটনীতিক এ কথা বলেন।ঐ অনুষ্ঠানে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সহকারী -রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।
রাশিয়ার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন ব্রডকাস্টার আরটি-এর জার্মান ভাষার চ্যানেলগুলি মুছে ফেলার পর বুধবার রাশিয়া আলফাবেট ইনকর্পোরেশনের ইউটিউব ব্লক করার হুমকি দিয়েছে। জার্মানির গণমাধ্যমের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কথাও ভাবছে রাশিয়া।
২০১৮ সাল থেকে চীন থেকে দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা থাকা দুই আমেরিকান ভাইবোন এই সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রে ফিরেছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে যুক্তরাষ্ট্র হুয়াওয়েই এর এক শীর্ষ নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে মামলা তুলে নেয়ার পর চীন তাদেরকে মুক্তি দিয়েছে।
চরম কোভিড -মহামারী থেকে সৃষ্ট, ব্রেক্সিট-পরবর্তী ট্রাক চালকের অভাব, খাদ্য থেকে জ্বালানি পর্যন্ত সবকিছুতে ব্রিটেনে সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলতা বয়ে আনে
আরও লোড করুন