অ্যাকসেসিবিলিটি লিংক

লেবাননের বিদ্যুৎ সংকট আরো কয়েকদিন ধরে চলবে: সরকারি কর্মকর্তা 


ফাইল ছবি, লেবাননের রাজধানী বৈরুত বিদ্যুৎ সংকটের কারণে অন্ধকারাচ্ছন্নI ৯ই অগাস্ট দুটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে বাধ্য হন কর্মকর্তারাI ছবি হাসান আম্মার/এপি
ফাইল ছবি, লেবাননের রাজধানী বৈরুত বিদ্যুৎ সংকটের কারণে অন্ধকারাচ্ছন্নI ৯ই অগাস্ট দুটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে বাধ্য হন কর্মকর্তারাI ছবি হাসান আম্মার/এপি

একজন সরকারি কর্মকর্তা শনিবার রয়টার্সকে জানান জ্বালানি সঙ্কটের কারণে দুটি বৃহৎ বিদ্যূত্ কেন্দ্র বন্ধ করতে বাধ্য হওয়ার পর লেবাননে কেন্দ্রীয়ভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না। "লেবাননের বিদ্যুৎ নেটওয়ার্ক আজ দুপুর থেকে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে এবং আগামী সোমবারবা আরো কয়েকদিনের মধ্যেও তা চালু করা যাবে না”।

রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি এক বিবৃতিতে জানায়, জাহরানি বিদ্যুৎ কেন্দ্রের থার্মোইলেক্ট্রিক প্রকল্পটি এখন অচল। দেইর আম্মার প্রকল্পটি শুক্রবার বন্ধ হয়ে যায়। দুটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার কারণে তা সরাসরি বিদ্যুৎ নেটওয়ার্কের স্থিতিশীলতা ব্যাহত করেছে, যার কারণে বিদ্যূত্ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিবৃতিতে বলা হয় শিগগিরই বিদ্যূত্ চালু হওয়ার কোনো সম্ভাবনা নেইI

কর্মকর্তাটি জানান, রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা সাময়িকভাবে পাওয়ার প্লান্টগুলি চালাতে সেনাবাহিনীর উদ্বৃত্ত তেল ব্যবহার করবে তবে, তাও খুব শিগগির হবে বলে মনে হয় না। লেবাননের অনেকেই ডিজেল চালিত নিজস্ব জেনেরেটরের ওপর সাধারণত নির্ভর করে থাকেন, তবে সেসব জেনেরেটরের সরবরাহও এখন সীমিতI

অর্থনৈতিক সংকটের কারণে লেবানন ইতিমধ্যেই জর্জরিত। আমদানিকৃত জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় সেই সঙ্কট তীব্রতর হয়েছেI ২০১৯ সাল থেকে লেবাননের মুদ্রার মান ৯০% হ্রাস পেয়েছেI

XS
SM
MD
LG