বিশ্বকাপের মাঠে প্রতিদিনের খেলায় চমক। যেমন আজকের প্রথম ম্যাচে নেদারল্যাণ্ডস ও ডেনমার্কের খেলার সেম সাইড গোলটি মাঠে বিপুল সাড়া জাগালো। আর মাঠে বসে খেলা দেখছেন বিশ্ব ফুটবলের দুই তারকা ফ্রান্সের মিশেল প্লাতিনি আর জিনেদিন জিদান।
দিনের দ্বিতীয় ম্যাচে ফ্রি স্টেট স্টেডিয়ামে খেলা জিতেছে জাপান। খেলার প্রথমার্ধে ওই একমাত্র গোলটি করেন কেইসুকে হণ্ডা।
ওদিকে দর্শক-ভক্তরা দলে দলে খেলা দেখছে। অবশ্য দেশের মানুষ নিজের দলকেই সমর্থন জানাচ্ছে, কিন্তু সেইসঙ্গে যারাই মাঠে আসছে, তাদের সঙ্গে যেন তারা উত্সবে মেতে উঠছে। বাফানা বাফানা দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুটবল দল। তাদের নিয়ে গর্বিত দক্ষিণ আফ্রিকার মানুষ। আফ্রিকার প্রথম বিশ্বকাপ ফুটবল তাদের সত্যিই গর্বের বিষয়।
দক্ষিণ আফ্রিকা থেকে মতিউর রহমান চৌধুরী এই ম্যাচের কিছু বিবরণ শোনান।