৬ বছর আগে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের জন্য দক্ষিণ আফ্রিকার নাম ঘোষণা করে। সেই থেকে স্বাগতিক দেশ গর্বের সঙ্গে সব আয়োজন সম্পন্ন করে এখন বিশ্বকাপের উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
আফ্রিকা মহাদেশে প্রথম বিশ্বকাপের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বর্ণবৈষম্যবাদ অবসানের পর দক্ষিণ আফ্রিকার প্রথম প্রেসিডেন্ট নেলসান ম্যাণ্ডেলা। সে দেশে বিভিন্ন জায়গায় অবস্থানকারী ৭০ হাজার বাংলাদেশীর মত, দূর বাংলাদেশেও বিশ্বকাপ নিয়ে উত্সাহ উত্তেজনার অন্ত নেই। চারিদিকে দোকানপাটে বাংলাদেশে তৈরী লক্ষ লক্ষ বিশ্বকাপ জার্সি দেখা যাচ্ছে। বিশ্বকাপ চলাকালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংগঠক কর্মকর্তারা জানিয়েছেন – নিরাপত্তা সম্পর্কে কোন উদ্বেগের কারণ নেই।
জোহানেসবার্গ থেকে সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট