স্পেন ও নেদারল্যাণ্ডস বিশ্বকাপের ফাইনালে

জার্মানীর বিরুদ্ধে স্পেনের গোল

আফ্রিকা মহাদেশে প্রথম বিশ্বকাপ ফুটবল ফাইনালের মাঠ এখন তৈরী। দক্ষিণ আফ্রিকায় সকার সিটি স্টেডিয়ামে পাল্লা দেবে ইওরোপের দুই তুখোড় দল। স্পেন আর নেদারল্যাণ্ডস। দুটি দলই এই প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে পায়ে পায়ে বল গড়াবে। জোহানেসবার্গ থেকে মতিউর রহমান চৌধুরী সেই প্রস্তুতি আনন্দের কথা জানালেন।

আর ৩য় স্থানের জন্য প্রতিযোগিতায় নামবে শনিবার এবারের সেরা এক দল যারা বরাবর চমত্কার সুশৃঙ্খল ফুটবল খেলেছে এবং শেষ পর্যন্ত ছিল হট ফেভারিট সেই জার্মানী এবং দক্ষিণ আমেরিকার শেষ আশা-ভরসা আগে দুইবারের বিশ্বকাপ জয়ী উরুগুয়ে।
২০০৮ সালে ইওরোপীয় চ্যাম্পিয়ানশীপে স্পেন আর নেদারল্যাণ্ডস ফাইনালে খেলেছিল। এবং স্পেন জিতেছিল ১-০ গোলে।
জোহানেসবার্গে নেদারল্যাণ্ডসের দর্শকভক্তরাও অধীর আগ্রহে ক্ষণগনণা শুরু করেছে। এই দলটি ১৯৭৪ সালে ফাইনালে জার্মানীর কাছে এবং ১৯৭৮ সালে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়। তাই ৩২ বছর পর ফাইনালে এবার তাদের খেলা নিয়ে দারুণ উত্সাহ উদ্দীপনা। তাদের ভক্ত সংখ্যাও নেহাত্ কম নয় ।
শনিবার তৃতীয় স্থান জয়ের লক্ষ্যে মাঠে নামবে জার্মানী আর উরুগুয়ে।