বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ সিক্সটিন এ নক আউট পর্যায়ে খেলা হচ্ছে, কোয়ার্টার ফাইনালে কোন আটটি দল পৌছুবে সেটা নির্ধারণ করার জন্যে। গতকালকের ম্যাচে উরুগুয়ে আর ঘানা কোয়ার্টার ফাইনালে পৌছে গেছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে পরাজিত করে। আজকে কিছুক্ষণ আগেই শেষ হলো ইংল্যান্ড ও জার্মানির খেলা। দক্ষিণ আফ্রিকা থেকে সাংবাদিক মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন আজকের খেলায় ২০ মিনিটের সময়ে জার্মানীর ক্লোসে এবং ৩২ মিনিটের সময়ে পডলস্কি গোল দেন এবং তার মাত্র ৫ মিনিট পরই খেলার ৩৭ মিনিটের সময়ে ইংল্যান্ডের আপসান একটি গোল পরিশোধ করেন। তার পর জার্মানীর মুলার ৬৭ ও ৭০ মিনিটের সময়ে গোল দেন। এই খেলায় জার্মানি ৪-১ গোলে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করেছে।