জিকা ভাইরাস চোখের মধ্যে বেচে থাকতে পারে। পশুর চোখের পানিতে এর প্রমান মিলেছে।
বিজ্ঞানীরা বলছেন তারা এখনো জানেন না মানুষের চোথের পানির মধ্যে দিয়ে সংক্রমন ঘটে কি না।
জিকার সংক্রমন নিয়ে যেসব বাচ্চার জন্ম হয় তার মধ্যে এক তৃতীয়ংশের চোখ ফুলে যায়। কখনো কখনো তাদেরকে অন্ধ মনে হয়। আর প্রাপ্ত বয়স্কদের মধ্যে জিকা আক্রান্তরা চোখের নানা সমস্যায় ভোগেন।এদের মধ্যে ১৫ শতাংশ চোখের জ্বালা পোড়া জাতীয় সমস্যায় ভোগেন।
জিকা আক্রান্ত ইদুরের চোখ নিয়ে গবেষণা করে এসব তথ্য পাওয়া গেছে। চোখের নানা অংশ যেমন রেটিনা, কর্নিয়া, আইরিস, নানা স্থানে এ ভাইরাস ছড়ায়। আর যেহেতু চোখের সঙ্গে পানির ব্যাপার জড়িত, চোখের পানির সঙ্গে ভাইরাস সহজেই অন্যকে আক্রান্ত করতে পারে বলে বিজ্ঞানীদের ধারনা।