অ্যাকসেসিবিলিটি লিংক

এবারের বিশ্ব সঙ্গীতঃ জনপ্রিয় পাঞ্জাবী সুফি গান “জুগনি”


এবারের বিশ্ব সঙ্গীতঃ জনপ্রিয় পাঞ্জাবী সুফি গান “জুগনি”
এবারের বিশ্ব সঙ্গীতঃ জনপ্রিয় পাঞ্জাবী সুফি গান “জুগনি”

আলিফ আল্লাহ্‌ চামবে দি বূটি। আমার আল্লাহ্‌ আমার মনে এমন এক ভালোবাসার বীজ রোপন করেছে, যা বড় হয়ে চারিদিকে ছড়িয়ে গিয়েছে। যে আমার দেহে জীবন দিয়েছে, সেই এখন আমার শীরায় শীরায় বিরাজ করে। আমি তাকেই আমার মন প্রাণ শঁপেছি।

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পাঞ্জাবী সুফি গান “জুগনি”। গেয়েছেন পাকিস্তানের পাঞ্জাবী লোকসঙ্গীত শিল্পী আরিফ লোহার। তাঁর সঙ্গে তাল মিলিয়েছেন মীশা শাফী, পাকিস্তানি মডেল, অভিনেত্রি, এবং গায়িকা। তাঁর ব্যান্ডের নাম ওভারলোড।

এই সুফি গানে গানে আরিফ লোহার এবং মীশা শাফী বলছেন, পৃথিবীর মায়া ছেড়ে দাও। পৃথিবীতে কেউ নেই যার কাছ থেকে তুমি এমন কিছু পেতে পারো যা পরকালে নিয়ে যেতে পারবে। শুধুমাত্র তোমার কাজ কর্ম আর মনকে পবিত্র রেখো। মনে রেখো, সোনা পোড়ালেও তা গলে গিয়ে ভিন্ন আকার ধারন করে। কোন কিছুই আজীবন থাকেনা।

শুনছেন পাঞ্জাবী সুফি গান “জুগনি”।

XS
SM
MD
LG