ও আল্লাহ্, সর্ব শক্তিমান, আমাকে রক্ষা কর, আমাকে সঠিক পথে নিয়ে যাও। যেখানে আছে তোমার ভালোবাসা, তোমার দয়া। আমাকে তোমার সৌন্দর্য থেকে বঞ্চিত কোরনা। ও আল্লাহ্, আমার এই অনুরোধ ফিরিয়ে দিওনা।
পবিত্র রমজান মাস চলছে, আর আপনারা শুনছেন চার ভাষায় গাওয়া ইসলামিক গান “হাসবি রাব্বি”। গেয়েছেন স্যামি ইউসুফ।
স্যামি ইউসুফের জন্ম ইরানে, কিন্তু তার বাবা-মা আযারবাইজানের নাগরিক। তিনি বড় হয়েছেন ইংল্যান্ডে। আর সেখানেই মিউজিক নিয়ে পড়াশোনা করেছেন। তিনি মূলত ইসলামিক গানই গেয়ে থাকেন। টাইম ম্যাগাজিন তাঁকে ইসলামের সবচাইতে বড় রকস্টার নামে আখ্যায়িত করেছে, আর আল-জাযিরা তাঁকে ইসলামিক পপের বাদশাহ্ নামেও ডেকেছে।
এই পবিত্র রমজান মাসে শুনছেন তাঁর গান “হাসবি রাব্বি”। আল্লাহু আল্লাহ্।