আমায় না বোলনা। আমায় আর কষ্ট দিয়োনা। বেড়ালের মত তো আমার আর সাতটি জীবন নেই। ভেবোনা আমি ছোট শিশু, পথ হারিয়ে ঘুরে বেরাচ্ছি। আমায় না বোলনা। আমি তোমার সাথেই থাকবো, সকল বাধা, সবার নিশেধ উপেক্ষা করে। আমায় না বোলনা।
গত সপ্তাহে আপনারা শুনেছেন স্প্যানিশ গায়ক হুলিয়ো ইগ্লেসিয়াসের গান। আর এই সপ্তাহে আপনাদের জন্য নিয়ে এসেছি তাঁর ছেলে এনরিকে ইগ্লেসিয়াসের গলায় একটি স্প্যানিশ গান।
তিনি স্প্যানিশ গানের পাশাপাশি ইংরেজি গানও গেয়েছেন। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই তাঁর ১ কোটি দুই লক্ষরও বেশি এল্মবাম বিক্রি হয়েছে। বুঝতেই পারছেন এ দেশে তিনি অত্যন্ত জনপ্রিয়।
শুনছেন এনরিকে ইগ্লেসিয়াসের গান “নো মে দিগাস কে নো” - ডোন্ট সেয় নো টু মি – আমায় না বোলনা।