আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জাপানের ওকিনাওয়া থেকে একটি গান। ফসল ভালো হলে, ওকিনাওয়া দীপের মানুষ এই গানের সাথে নেচে নেচে বিধাতাকে ধন্যবাদ জানায়। তারা এক জায়গায় দাঁড়িয়ে, তারপর ঘুরে ঘুরে নাচে।
তাদের হাতে থাকে ড্রাম। আর ড্রাম বাঁজানোর জন্য কাঠির মত একটা ড্রামস্টিক। এই বড় ধরনের ঢোলের তালে তালে তারা দোলে। পুরোটাই যেন নাচ না, এক ধরনের মার্শাল আর্টস।
শুনছেন, জাপানের সেই ফসল তোলার গান – মিরুকুমুনারি।