অ্যাস্ট্রা জেনেকা-অক্সফোর্ড ভ্যাকসিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলোI বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সোমবার জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অ্যাস্ট্রা জেনেকা-অক্সফোর্ড ভ্যাকসিনের দুটি ডোজের অনুমোদন দিয়েছে, যে ব্যবস্থা, বিশ্বব্যাপী ভ্যাকসিনের সরবরাহ বৃদ্ধিতে সহায়ক হবেI
দক্ষিণ কোরিয়ার এসকে-বায়ো এবং ভারতের সিরাম ইনস্টিটিউট এই ভ্যাকসিন উৎপাদন করছে, যা WHO 'র মতে ১৮ বছরের ওপরে লোকজনদের জন্য সম্পূর্ণ নিরাপদI বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর গুণগত মান, নিরাপত্তা ও কার্যকারিতা বিচার করে জরুরি ভিত্তিতে ভ্যাকসিনটির অনুমোদন দেয়I বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে মধ্য ও স্বল্প বিত্ত আয়ের দেশের জন্য 'কোভাক্স' কর্মসূচির মাধ্যমে তা এখন বিতরণ করা হবেI
ওদিকে বৃটেন সরকার, নুতন প্রজাতির ভাইরাস থেকে দেশকে মুক্ত রাখতে, ৩৩টি দেশের একটি লাল তালিকা প্রস্তুত করেছেI এসব দেশ থেকে আসা সকল যাত্রীকে ১০দিন হোটেলে কোয়ারেন্টিনে থাকবে হবে ; তালিকাভুক্ত নয়, এমন দেশ থেকে আসা লোকজনদের ঘরে ১০দিন কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে এবং সেই সঙ্গে দুটি কভিড পরীক্ষা নিতে হবেI