অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর


এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:30 0:00

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্পের ট্রানজিশন টিম তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক স্বাস্থ্য আইন বিশেষজ্ঞ। দুই বিশেষজ্ঞর উদ্ধৃতি দিয়ে ফাইন্যানসিয়াল টাইমস প্রথম এই পরিকল্পনার কথা প্রকাশ করে। ট্রাম্পের ট্রানজিশন টিম এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি।

আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, মঙ্গলবার সকালে অনির্দিষ্ট প্রযুক্তিগত সমস্যার কারণে তারা যুক্তরাষ্ট্রে তাদের সমস্ত বিমান চলাচল স্থগিত করেছে। আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, তাদের টিম যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের জন্য কাজ করছে।

সোমবার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ৭৮ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ওয়াশিংটনের মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ডেপুটি চিফ অব স্টাফের মতে ক্লিনটন ভালো আছেন।

XS
SM
MD
LG