স্টারবাক্স স্টোরের কর্মীরা কোম্পানির সাথে তাদের চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতির অভাবের প্রতিবাদে শুক্রবার থেকে ৫ দিনের ধর্মঘটে যাবার পরিকল্পনা করেছে। লস অ্যাঞ্জেলস, শিকাগো এবং সিয়াটলে এই ধর্মঘট হবার কথা আছে। স্টারবাক্স ওয়ার্কারস ইউনাইটেড বলছে, ক্রিসমাস ইভ নাগাদ সারা দেশে এই ধর্মঘট হতে পারে।
শুক্রবার ব্রিস্টল শহরে সাবেক ভার্জিনিয়া ইন্টারমন্ট কলেজ ক্যাম্পাসে এক বিশাল আগুন নেভাতে দমকল বাহিনী তৎপর হয়। সিটি কাউন্সিলম্যান নিল অসবর্ন আগুনের জন্য ভবন মালিকের অবহেলাকে দায়ী করেন এবং এটাকে ট্র্যাজেডি বলে বর্ণনা করেন। কারো আহত হবার খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের মোটর ক্লাব ফেডারেশন ট্রিপল এ বলেছে, এ দেশে হলিডে মওসুমে এক হিসেব অনুযায়ী রেকর্ড ১১৯ মিলিয়ন মানুষ ভ্রমণ করতে পারে।