জামাত উল মুজাহিদিনের হয়ে জঙ্গি কার্য কলাপে সহায়তা করার অভিযোগে দু জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা এন আই এ। দুজন কেই রাজ্যের হাওড়া জেলার আন্দুল থেকে আটক করে এন আই এর দপ্তরে নিয়ে আসা হয়। এন আই এ সূত্রের খবর এদের কাছ থেকে প্রচুর টাকা ও বেশ কিছু সিমকার্ড পাওয়া গেছে। বিশেষ সূত্রের খবর বর্ধমান জেলার খাগড়া গড় বিস্ফোরন কান্ডের বর্ধমানের শিমুলিয়া মাদ্রাসার নির্মাতা ইউসুফ শেখ গোপনে এরাজ্য ঢুকেছে ....এরকমই এক খবরের ভিত্তিতে ওত পেতে থেকে আন্দুল থেকে এন আই এ এই দুই সন্দেহ জনক ব্যক্তিকে গ্রেপ্তার করে এন আই এ।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট: