১৪ জানুয়ারি, মঙ্গলবার উত্তর ভারতে মহা কুম্ভ মেলায় প্রথম ‘ রাজকীয় স্নান’ চলাকালীন হিন্দু সন্ন্যাসীরা পবিত্র ছাই মেখে প্রয়াগ রাজে জলে ডুব দেন।
উত্তর প্রদেশের প্রয়াগরাজ শহরে প্রতি ১২ বছর অন্তর অনুষ্ঠিত ‘ রাজকীয় স্নান’ এই অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ হিন্দুরা বিশ্বাস করে, এই স্নান পাপমোচন এর পাশাপাশি জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি দেয়।
ত্রিশূল, বর্শা বা গদা সাথে নিয়ে পবিত্র জপমালা পরে সন্ন্যাসীরা ডুব দেয়ার পর এই অনুষ্ঠানের সূচনা ঘটে। সন্ন্যাসীরা সেখানে হাজার হাজার ভক্ত দ্বারা পরিবেষ্টিত ছিলেন। (রয়টার)