বহিরাগত দুষ্কৃতীদের প্রবেশ ঠেকাতে রাজ্যের বীরভূম মূর্শিদাবাদ ও বর্ধমানের সীমানায় বিশেষ সর্তকতা জারি করল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে 24 ঘন্টা নজর দারির পাশাপাশি সিসিটিভি লাগানোরও নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক পুলিশ সুপাররা তাদের চেম্বারে বসে যাতে সেই সিসিটিভি মনিটর করতে পারেন তার জন্য কন্ট্রোল রুম করারও নির্দেশ দেওয়া হয়েছে। এবারের ভোটে ওই তিনটি জেলায় গোল মালের আশঙ্কা রয়েছে। সীমানায় ক্যামেরায় নজরদারির সিদ্ধান্ত নিল কমিশন। যা একেবারে নজির বিহীন।
ইতি মধ্যেই নির্বাচন কমিশন রাজ্যের এই তিন জেলা বীরভূম মূর্শিদাবাদ বর্ধমান কে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে। বীরভূম জেলাকে নিয়ে বিরোধীদের দীর্ঘ দিনের অভিযোগ রয়েছে নির্বাচন কমিশন কাছে।একই সাথে মূর্শিদাবাদে বোমা বিস্ফোরনে ঘটনায় দুজনের মূত্যুর প্রেক্ষিতে এসম্পর্কে দিল্লীতে রির্পোট ও তলব করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে বর্ধমান জেলায় খাগড়া গড় বিস্ফোরন কান্ড ঘটে যাওয়ার কারনেই এই জেলার ওপর নির্বাচন কমিশনের বিশেষ নজরদারি রয়েছে বলেই নির্বাচন কমিশন সূত্রের খবর।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট: