অ্যাকসেসিবিলিটি লিংক

শনিবার শেষ হল বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফা


যতই শেষের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন পর্ব, ততই বদলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের সুর ও ভাষা। দল ও সরকারের ভুল-ভ্রান্তির জন্য সরাসরি ক্ষমাপ্রার্থনা করলেও তিনি যা বলছেন, তা তো অন্যায় স্বীকার করবারই নামান্তর। দলের শীর্ষ নেতাদের ঘুষ নেওয়ার ছবি গোপন ক্যামেরায় ধরা পড়বার ঘটনাকে গোড়ায় অপপ্রচার কিংবা জাল ছবি বলে এড়িয়ে গেলেও পরে মমতা বলেন, আগে জানলে অভিযুক্ত নেতাদের এবারে আর মনোনয়ন দিতেন না। আরেক দিন বললেন, মানুষ তাঁকে চোর বলে বিশ্বাস করলে তাঁকে আর ভোট দেওয়ার দরকার নেই। এর পরে এক সভায় মমতা বললেন, তিনি অন্যায় করে থাকলে মানুষ বরং দুই গালে থাপ্পড় মারুন। চাইলে মানুষের বাড়িতে গিয়ে বাসন মেজে দিতেও রাজি আছেন।

এই পরিপ্রেক্ষিতে শনিবার বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফা শেষ হল। প্রাক-নির্বাচনী উত্তেজনা সত্বেও এ দিনের ভোট হল মোটামুটি শান্তিতে। যেটুকু বিচ্ছিন্ন সংঘর্ষ ও হিংসার কথা জানা গিয়েছে, আশঙ্কার তুলনায় তা কিছুই নয়। বিরোধীরা এ জন্য ধন্যবাদ দিলেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনিকে। সরকার পক্ষ বললেন, কেন্দ্রীয় বাহিনি বাড়াবাড়ি করেছে।

please wait

No media source currently available

0:00 0:00:39 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG