অ্যাকসেসিবিলিটি লিংক

ভল্ক্সওয়াগনের বিরুদ্ধে ১ কোটি ৬০ লক্ষ ডলার জরিমানা


ভল্ক্সওয়াগনের গাড়ীতে এমিশন বা নির্গমন ও শব্দ বিষয়ক তথ্য গোপন করার অভিযোগে দক্ষিন কোরিয়া জার্মানীর এই গাড়ী কোম্পানীর বিরুদ্ধে ১ কোটি ৬০ লক্ষ ডলার জরিমানা করেছে।

দক্ষিন কোরিয়ার পরিবেশ মন্ত্রনালয় মঙ্গলবার এ ঘোষণা দেয়। গত বছর নভেম্বরে দক্ষিন কোরিয়া ভল্ক্সওয়াগনের বিরুদ্ধে ১ কোটি ২৭ লক্ষ ডলার জরিমানা কেরছিল এবং ১ লক্ষ ২৫ হাজার ডিজেল চালিত গাড়ীর বাতিল করেছিল।

মঙ্গলবারের নতুন জরিমানা আরোপের ঘোষনার সঙ্গে আরো ৮৩ হাজার ভল্ক্সওয়াগন গাড়ী যুক্ত হল।

XS
SM
MD
LG