অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র, ৪ জুলাইয়ের মধ্যে ৭০% লোকের কভিড-টিকা প্রদান সম্পন্ন করতে পারছে না


U.S. President Joe Biden puts his hand on a man's shoulder during a visit to a coronavirus disease
U.S. President Joe Biden puts his hand on a man's shoulder during a visit to a coronavirus disease

যুক্তরাষ্ট্রের টীকা প্রদান প্রচেষ্টার একটি নতুন মূল্যায়নে কভিড-১৯ মোকাবিলা বিষয়ক সম্বয়ক জেফ জাইয়েন্টস বলেছেন ফেডারেল সরকার আশা করছে যাদের বয়স ২৭ বছর এবং তার বেশি তারা ৪ জুলাই নাগাদ অন্তত একটি টিকা পেয়ে যাবে, যাকে তিনি, “একটি দারুণ সাফল্য” বলে অভিহিত করেন। জাইয়েন্টস বলেন , “ এই জীবাণুটি এখন পরাস্ত হয়েছে”, এবং দেশটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তিনি বলেন আমরা আনন্দময় গ্রীষ্মকালে, মুক্তির গ্রীষ্মকালে প্রবেশ করছি”। তিনি বলেন এখন ১৮-২৬ বছর বয়সী তরুণ -তরুণীদের টীকা দেয়ার প্রচেষ্টা নেয়া হচ্ছে।

প্রেসিডেন্ট জো বাইডেন ৪ জুলাই স্বাধীনতা দিবসের মধ্যেই দেশের ৭০% প্রাপ্তবয়স্ক লোকজনকে অংশত কিংবা পূ্র্ণাঙ্গ টিকা প্রদানের যে লক্ষ্য স্থির করেছিলেন যুক্তরাষ্ট্র সে লক্ষ্য অর্জন করতে পারছে না। তবে হোয়াইট হাউজ বলছে তারা আশা করছে আরও কয়েকটি বাড়তি সপ্তাহ লাগবে এই লক্ষ্য অর্জন করতে।

যুক্তরাষ্ট্রের টীকা প্রদান প্রচেষ্টার একটি নতুন মূল্যায়নে কভিড-১৯ মোকাবিলা বিষয়ক সম্বয়ক জেফ জাইয়েন্টস বলেছেন ফেডারেল সরকার আশা করছে যাদের বয়স ২৭ বছর এবং তার বেশি তারা ৪ জুলাই নাগাদ অন্তত একটি টিকা পেয়ে যাবে, যাকে তিনি, “একটি দারুণ সাফল্য” বলে অভিহিত করেন। জাইয়েন্টস বলেন , “ এই জীবাণুটি এখন পরাস্ত হয়েছে”, এবং দেশটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তিনি বলেন আমরা আনন্দময় গ্রীষ্মকালে, মুক্তির গ্রীষ্মকালে প্রবেশ করছি”। তিনি বলেন এখন ১৮-২৬ বছর বয়সী তরুণ -তরুণীদের টীকা দেয়ার প্রচেষ্টা নেয়া হচ্ছে।

তবে তরুণ-তরুণীদের মধ্যে অনেকেই টিকা গ্রহণে তেমন আগ্রহ প্রকাশ করছে না বিশেষত এ দেশে যখন করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা সাম্প্রতিক সপ্তাগুলোতে একদম কমে গেছে এবং মুখে মাস্ক পরা কিংবা শারিরীকক দূরত্ব বজায় রাখার কোন শর্ত ছাড়াই যখন অনেক ব্যবসা প্রতিষ্ঠানও খুলে দেয়া হয়েছে। জায়েন্টস বলেন “আমাদের প্রচেষ্টা ৪ঠা জুলাই শেষ হচ্ছে না”।

XS
SM
MD
LG