যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার মেক্সিকো এবং কানাডা থেকে গাড়ি আমদানির উপর ২৫ শতাংশ নতুন শুল্ক এক মাসের জন্য স্থগিত করলেন। এটি করা হলো যখন “বিগ থ্রি” নামে পরিচিত তিনটি বড় আমেরিকান গাড়ি নির্মাণ কোম্পানি ফোর্ড, জেনারেল মোটরস এবং স্টেলান্টিস ঐ নতুন শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কা রয়েছে। মেক্সিকো এবং কানাডা থেকে অন্যান্য আমদানির উপর নতুন শুল্ক বহাল রয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র পরিচালক জন র্যাটক্লিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করে দিয়েছে। ২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে, যার মধ্যে রুশ সেনার বিরুদ্ধে লক্ষ্য স্থির করতে ইউক্রেন সেনার যে তথ্য প্রয়োজন, তাও রয়েছে।
বুধবার হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্রের এক দূত গাজায় আটক আমেরিকান জিম্মিদের মুক্তির বিষয়টি নিয়ে হামাসের সঙ্গে সরাসরি কথা বলেছেন। যুক্তরাষ্ট্র যেসব গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে, তাদের সঙ্গে আলোচনা না করার কয়েক দশকের পুরোনো নীতি ভঙ্গ করে এটি করা হলো। প্রেসিডেন্ট ট্রাম্প সর্তক করে বলেছেন, হামাস এটি না মানলে তাদেরকে চড়া মূল্য দিতে হবে।