যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে রফতানি পণ্যের উপর নতুন শুল্ক আরোপ করবেন বলে আশা করা হচ্ছে। তবে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক রবিবার ফক্স নিউজকে বলেছেন যে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী এই শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত নাও হতে পারে।
গাড়ি নির্মাতা কোম্পানি হোন্ডা যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক এড়াতে তার নেকষ্ট জেনারেশন সিভিক হাইব্রিড গাড়ি মেক্সিকোর পরিবর্তে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি এ কথা জানিয়েছেন বলে রয়টার্স বলছে। হোন্ডার এই মডেলটি তাদের সবচেয়ে বেশি বিক্রিত গাড়িগুলোর একটি। বেশ কয়েকটি গাড়ি প্রস্তুতকারক কোম্পানি যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন সোমবার দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুসানে পৌঁছেছে। জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর এটাই প্রথম আমেরিকার বিমানবাহী রণতরী, যা দক্ষিণ কোরিয়ার বন্দরে নোঙর করলো।