যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে বেশিরভাগ মেক্সিকান এবং কানাডিয়ান রফতানির উপর তার আরোপ করা ২৫ শতাংশ শুল্ক চার সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছেন। ওভাল অফিসে ট্রাম্প বলেন, তার এখনও ২ এপ্রিল থেকে “ পারস্পরিক” শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে।
রাশিয়া শুক্রবার বলেছে, পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসা জরুরি। প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলোকে তাদের পরমাণু অস্ত্র পরিত্যাগের আহ্বান জানিয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার বিটকয়েনের জন্য একটি কৌশলগত রিজার্ভ প্রতিষ্ঠার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। ঐ আদেশটির অধীনে, বিটকয়েনের মূলধন বাড়ানো হবে আমেরিকারর ফৌজদারি কার্যধারায় জব্দ করা ডিজিটাল মুদ্রার সমন্বয়ে। শুক্রবার হোয়াইট হাউস ক্রিপ্টো সংক্রান্ত একটি শীর্ষ সম্মেলন করছে।