সন্ত্রাস বিষয়ক, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, গত বছর বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলা কমেছে গড়ে ১৩ শতাংশ। রিপোর্ট ইসলামিক ষ্টেটকে সবচেয়ে শক্তিশালী জঙ্গীবাদী হুমকী উল্লেখ করা হয়। সন্ত্রাস ও জঙ্গীবাদ নিরসনে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করা হলেও রিপোর্টে বলা হয় ২০১৪ অপেক্ষা ২০১৫ সালে দেশটিতে জঙ্গীবাদী ও সন্ত্রাসী ঘটনা বেড়েছে। বিষয়টি নিয়ে কথা বলেন বাংলাদেশের ইনস্টিটিউট অব কনফ্লিক্ট ল এ্যান্ড ডেভলপমেন্ট ষ্টাডিজের ভাইস প্রেসিডেন্ট, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুর রশিদ। ওয়াশিংটন ষ্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন সেলিম হোসেন।