রবিবার সকালে, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের লুইসিয়ানা রাজ্যের ব্যাটান রুজ শহরে তিন পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করা হয়। হামলায় তিন জন পুলিশ আহত হয়। মুখোশ ও কালো কাপড় পরা অন্তত এক জন বন্দুকধারী অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি বর্ষণ করে।
কর্তৃপক্ষ বলেছে সন্দেহভাজন এক ব্যক্তি নিহত হয়। আরেক পুলিশ অফিসার স্থানীয় হাসপাতালে আছেন তার অবস্থা গুরুতরো।
এ মাসের গোড়ার দিকে ব্যাটান রুজ শহরে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে পুলিশ অফিসাররা গুলি করে হত্যা করে।