অ্যাকসেসিবিলিটি লিংক

গুয়ানতানামো থেকে মুক্তি পাওয়া ৫ তালেবান শীর্ষ নেতার যাতায়াতে নিষেধাজ্ঞা সম্প্রসারিত করা হয়েছে


FILE - The sun rises above Camp Delta at Guantanamo Bay Naval Base, Cuba. Five Taliban commanders were released by the United States in a prisoner swap to win the freedom of U.S. soldier Sgt. Bowe Bergdahl on May 31, 2014.
FILE - The sun rises above Camp Delta at Guantanamo Bay Naval Base, Cuba. Five Taliban commanders were released by the United States in a prisoner swap to win the freedom of U.S. soldier Sgt. Bowe Bergdahl on May 31, 2014.

যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন গত বছর গুয়ানতানামো বে তে যুক্তরাষ্ট্রের আটক শিবির থেকে যে ৫জন শীর্ষ তালেবান নেতাকে মুক্তি দেওয়া হয়েছিলো, কাতার রাজী হয়েছে তাদের যাতায়েতে বাধানিষেধ অস্থায়ী ভাবে সম্প্রসারণ করতে। আটক এক আমেরিকান সেনার বিনিময়ে ওই ৫জনকে মুক্তি দেওয়া হয়।

কাতার গত বছর রাজী হয়েছিলো ওই ৫ তালেবান নেতাকে তাদের দেশে রাখতে। যুক্তরাষ্ট্রের সেনা বাহিনীর সার্জেন্ট বোই বার্গডাল এর মুক্তির বিনিময়ে তাদেরকে মুক্তি দেওয়া হয়।তালেবানরা সার্জেন্ট বোই বার্গডাল কে ৫ বছর আফগানিস্তানে আটকে রেখেছিলো। তিনি তার পোস্ট থেকে চলে গিয়েছিলেন। তার বিরুদ্ধে সেনা বাহিনী পরিত্যাগ করার অভিযোগ আনা হয়েছে।

XS
SM
MD
LG