অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে কভিড-পরবর্তী ভ্রমণ কিরকম হবে?


যুক্তরাষ্ট্রে আসন্ন সপ্তাহান্তে মেমোরিয়াল মেমোরিয়াল ডে অর্থাৎ স্মরণ দিবসে ছুটির দিনে ভ্রমণ প্রবণতা পর্যবেক্ষণ করে এমন একটি অলাভজনক সংস্থা হল আমেরিকান অটোমোবাইল এসোসিয়েশন অথবা ট্রিপল এ।এই সংস্থার পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে ২০২০ সালের তুলনায় এ বছর ভ্রমণের পরিমাণ কমপক্ষে ৬০ শতাংশ বৃদ্ধি পেতে পারে। এই বছর সবচেয়ে বেশি মাত্রায় উৎসাহী ভ্রমণকারীদের মধ্যে ২৬ থেকে ৪১ বছর বয়স্ক মানুষ এবং প্রাপ্তবয়স্করা রয়েছেন।এ বিষয়ে ভিওএর সংবাদদাতা লেসিয়া বাক্যালেটসের প্রতিবেদন থেকে জয়তী দাশগুপ্ত জানাচ্ছেন যে, প্রায় ৩৫ শতাংশ আমেরিকান কভিড টীকার দুটি ডোজ পেয়ে গেছেন অর্থাৎ পুরোপুরিভাবে ভ্যাকসিনেটেড, সুতরাং প্লেনে, গাড়িতে, ক্রুজ জাহাজে, সব ক্ষেত্রেই গ্রীষ্মে ভ্রমণ চালু হয়ে যাবে।

অন্যান্য অনেকের মতো ডেভিড বেইন ও তার পরিবার গত ১৪ মাস মানুষের সংস্পর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে বাড়িতে নিজেদের আবদ্ধ করে রেখেছিলেন। তবে টীকার দুটি ডোজ পাওয়ার পরে, তিনি গ্রীষ্মের মরসুমে প্রচুর ভ্রমণের পরিকল্পনা করছেন। ভার্জিনিয়ার বাসিন্দা ডেভিড বেইন বলেন, “গাড়ী চালিয়ে চলে যাওয়া যাবে, শুধুমাত্র সেই সব জায়গায় ভ্রমনের কথা আমি ভাবছি না। বিবেচনায় আছে সেই সব জায়গার কথা, যেখানে উড়ে যেতে হবে, যেমন কোস্টা রিকার সেলভা ভার্দে লজে বা উত্তর বার্সেলোনার ,কোনো অঞ্চলে।"

please wait

No media source currently available

0:00 0:03:47 0:00
সরাসরি লিংক

ট্র্যাভেল এজেন্টরাও বলছেন যে, অনেক আমেরিকান একই পরিকল্পনা করছেন। ট্রিপ অ্যাডভাইজার সিনিয়র কমিউনিকেশন ম্যানেজার এলিজাবেথ মনোহান বলেন, "আমাদের একটি সাম্প্রতিক সমীক্ষার পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে যে, এই মরসুমে আমেরিকানদের দুই তৃতীয়াংশ ভ্রমণের পরিকল্পনা করছেন”।যুক্তরাষ্ট্রে অবকাশকালীন গ্রীষ্মের মরসুম মে মাসের শেষে মেমোরিয়াল দিবসের পরে শুরু হয়। আমেরিকান অটোমোবাইল এসোসিয়েশনের মুখপাত্রী, জ্যানেট ম্যাকগি বলেন, “মেমোরিয়াল দিবসে ভ্রমণ হচ্ছে, গ্রীষ্মে ভ্রমণের ধারা কেমন হতে পারে তার একটি সূচক। এবং এই পূর্বাভাস অনুযায়ী, এ বছর ভ্রমণ করবে তিন কোটি সত্তর লক্ষ মানুষ, যা গত বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি এবং আমরা ২০১৯ সালে যেখানে ছিলাম, তার থেকে কেবলমাত্র ১৩ শতাংশ কম। সুতরাং আমরা গ্রীষ্মে ভ্রমণের সম্ভাব্য সংখ্যার আগাম পূর্বাভাস পাওয়ার জন্য এটি সত্যিই একটি ভাল পন্থা।"

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন বলছে যে, বেশিরভাগ আমেরিকান দেশের মধ্যে অবস্থিত বিভিন্ন সৈকত এবং জাতীয় উদ্যানের দিকে ভ্রমণ করতে যাচ্ছেন, এবং যাতায়াতের সর্বাধিক জনপ্রিয় মাধ্যম এখনও গাড়ি চালিয়ে যাওয়া - অর্ধেকেরও বেশি আমেরিকান দীর্ঘ সড়ক ভ্রমণের পরিকল্পনা করছেন। আমেরিকান অটোমোবাইল এসোসিয়েশনের মুখপাত্রী জ্যানেট ম্যাকগি আরও বলেন, “যখন রাস্তা দিয়ে ভ্রমণের প্রসঙ্গ আসে, মানুষ তাদের নিজস্ব যানবাহনে ভ্রমণ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, বিশেষত গত বছর মহামারীতে আমরা এটি লক্ষ করেছি। এটি আপনার নিজের গাড়ি, এতে আপনি আপনার নিজস্ব স্থা্ন পাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন, আপনি কোথায় একটু বিরতি নেবেন, সবকিছুই আপনার সিদ্ধান্ত।”

আরও অনেক পরিবার তাদের পোষা প্রাণীকে সাথে নিচ্ছেন - গত বছর কভিড মোকাবিলায় লকডাউন শুরু হওয়ার পরে অনেকই পোষা প্রাণী দত্তক নিয়েছিলেন। আমেরিকানরা কাদের সাথে ভ্রমণ করছে তার উপরও এই মহামারীর প্রভাব পড়েছিল। গ্লোবাল পাবলিক রিলেশনস ভার্টুওসো সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মিস্টি বেলস বলেন, "আমরা এমন ভ্রমণ দেখছি, যেখানে দাদা-দাদীরা তাদের নাতি-নাতনিদের সাথে ভ্রমণ করছেন, আমরা পুরো পরিবারকে একসাথে ভ্রমণ করতে দেখছি, কারণ তারা অবশেষে একত্রিত হতে পেরেছে, তবে এই পারিবারিক পুনর্মিলন সম্ভব হয়েছে একমাত্র ভ্রমণের মাধ্যমে”।

এই গ্রীষ্মে সবথেকে আগ্রহী ভ্রমণকারীরা হলেন বয়স্করা। তারা বিদেশ যেতে, বিমানের টিকিট কিনতে বা ক্রুজ শিপ ট্যুর করতে প্রস্তুত। গ্লোবাল পাবলিক রিলেশনস ভার্টুওসো সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মিস্টি বেলস বলেন, “তাদের মধ্যে ৯৫ শতাংশ বলেছেন যে, তারা টিকা দেওয়ার পরে ভ্রমণ করবেন। তারা এক বছরেরও বেশি সময় ধরে ভ্রমণে কিছুই ব্যয় করেনি। এবং তাই, এখন তাদের ব্যয় করার বাজেট রয়েছে,এবং তারা ভ্রমণ করতে আগ্রহী।"

ভ্রমণের হার বৃদ্ধির ফলে হোটেল এবং বিমান সংস্থাগুলি টিকিটের দাম অনেক বাড়িয়ে দিয়েছে। কিন্তু পর্যটকরা এই পরিবর্তনগুলি দ্বারা কোনোভাবে প্রভাবিত হয়েছে বলে মনে হয় না, এক বছর ছুটি না কাটানো, মানুষের ভ্রমণের মনোভাবকে পুনর্বিবেচনা করতে শিখিয়েছে।

XS
SM
MD
LG